এক বৃদ্ধ দম্পতি তাদের সকল সম্পদ চার ছেলে ও এক মেয়ের মাঝে ভাগ করে দিয়েছে।বৃদ্ধ দম্পতি ছোট ছেলের সাথে থাকার সিদ্ধান্ত নেয়।কিন্ত একদিন বড় ছেলে তার মাকে বলে, "মা, আপনি আমাদের বাসায় খাবেন।"।তখন সত্তর বছরের বৃদ্ধ মা দাপটের সঙ্গে উত্তর দেয়, "আমি যেমন তেমন ঘরের মেয়ে না যে, হেটে হেটে এক ছেলের বাসা থেকে আরেক ছেলের বাসায় খেতে যাবো।"আমি সারাজীবন ছোট ছেলের বাসায় থাকতে চাই।"
তারপর কি হলো? ছোট ছেলের বউ চায় না, "তার শ্বশুর শ্বশুরী ছোট ছেলের কাছে থাক। ছোট ছেলের বউয়ের চাপাচাপিতে শেষ পর্যন্ত বাবা মায়ের থাকা খাওয়ার দায়িত্ব চার ছেলের মাঝে বণ্টন করা হয়। শেষ পর্যন্ত বৃদ্ধ দম্পতি চার ছেলের বাসায় তিন মাসের জন্য হেটে হেটে খেতে যায়।
বৃদ্ধ দম্পতির চার ছেলের মধ্যে বড় ছেলে যখন তার মাকে বলে,
আমি যেমন তেমন বংশের মেয়ে না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন