Curable mental illness: ডায়রিয়া হলে স্যালাইন খাওয়ার কথা সবাই জানে ঠিক তেমনি সুস্থ সবল কোনো মানুষ যদি হঠাৎ করে অযৌক্তিক কথা বলা শুরু করে তাহলে সবাই যেন জানে তাকে দ্রুত কাউন্সেলিং ডাক্তার দেখানোর কথা।একটি সু্স্হ সবল কিশোরী মেয়েকে স্কু লে ভর্তি করে দেয়ার পর মেয়েটী যদি তার বাবা মা কে বলে, "স্কু লে ভর্তি করানোর জন্য কেন ঐ ছেলেটির সাহায্য নিয়েছ।
উদাহরণসরূপ বলা যায়, যদি একটি মেয়ে স্কুলে ভর্তি হবার পর সে তার বাবা মাকে জিজ্ঞাসা করে, কেন তোমরা স্কুলে ভর্তির জন্য ঐ ছেলেটির সাহায্য নিয়েছো? এ কথা শুনে বাবা মা তো অবাক, কেন মেয়েটি ছেলেটির কথা বলছে?এ অবস্থায় ছেলের কাছে না যেয়ে বাবা মায়ের উচিত হবে ডাক্তারের কাছে যাওয়া।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন