এমন ও শিক্ষক আছে যে, শিক্ষক শ্রেণিকক্ষে ঢুকা মাত্রই ছাত্ররা নীরব হয়ে যায়। আবার এমন শিক্ষক আছে যে, শিক্ষক শ্রেণিকক্ষে ঢুকলে ছাত্ররা কথা বলতে পছন্দ করে। এর কারণ হিসাবে শিক্ষাদানের দূর্বলতাকে কি দায়ী করা যায় না? অথচ ছাত্ররা ছোট বলে সবসময় তাদেরকেই দায়ী করা হয়।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন