সারা রাত অনার্স পড়ুয়া মেয়েটি ঘুমায় নি।কারণ বাবার প্রতি প্রচণ্ড রাগে ক্ষোভে মেয়েটি ছটফট করেছে।মেয়েটি ঈদ উপলক্ষ্যে তার বাবার কাছে দশ হাজার টাকা দাবী করিলে মেয়েটির বাবা আড়াই হাজার টাকার বেশি দিতে পারবে না বলে জানায়। মেয়েটি তর্ক করে তার বাবাকে বলে, তোমার টাকা থাকতে তুমি টাকা দিতে চাও না। তোমার এই টাকা আল্লাহ রাখবে না।এই কথা শুনে মেয়েটির বাবা রাগ করে বলে, দেখছো কেমন মেয়ে, বাবার ক্ষতি চায়। মেয়েটি পাল্টা জবাব দেয়, " তুমি কেমন বাবা,সন্তানের খুশি চাও না। বাবা, মেয়ের তর্ক থামানোর জন্য মা মেয়েকে তার রুমে পাঠিয়ে দেয়।
সে মেয়ে হয়ে বাবার ক্ষতি করতে চায়। কোথাও বিশুদ্ধ সংলাপ নেই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন