আজ  সকালে এক স্ত্রী তার স্বামীকে বলে, তোমার ছেলের জন্য  দুই হাজার টাকা লাগবে।সে আজ মার্কেটে যাবে। সে মুখ ভার করে বলে, " না, আমি দিতে পারবো না। ও এক হাজার টাকা চেয়েছে।আমি এক হাজার টাকাই দিব।স্ত্রী উত্তরে  বলে, ও বাচ্চা মানুষ বুঝে না।এক রোখা হয়ে তার স্বামী  বলে, আমি এক হাজার টাকাই দিব। তখন স্ত্রী  চুপ হয়ে মনে মনে ভাবতে থাকে, এই মানুষ স্ত্রীর কথার গুরুত্ত্ব দেয় না।এরা টাকার হিসাবকে গুরুত্ত দিতে জানে। স্ত্রীদের  কথার মূল্য এদের  বংশে নেই।

স্ত্রীর কথাকে গুরুত্ব  দেয়া তাদের বংশে নেই।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ