#নানুর জন্য নাতনীর# টান --একদিন নানু তার নাতনীকে রাত নয়টায় জিজ্ঞাসা করে,"তুমি কি ফালুদা রান্না করতে পারো?"এই কথা শুনতে দেরি নেই, সে ফালুদা রান্না করার জন্য যেসব বস্তু দরকার সব তার বাবাকে আনতে বলে। ঐদিন গরম আবহাওয়ায় রান্নাঘরের গরম উপেক্ষা করে ফালুদা রান্না করতে করতে রাত বারোটা বেজে যায়। পরদিন সকালে সেই ফালুদা রিক্সায় করে নানুকে দিয়ে আসে।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন