কারো কাছে ভালোবাসা

যন্ত্রণা আর ছলনা

কারো কাছে ভালোবাসা

দিন গণনা করা আর অপেক্ষা

আর আমার কাছে ভলোবাসা

ভাবতে ভালো লাগা 

শুধু তোমার চেহারা।।


ভাবনা এত মধুর

হতাশা করে যে দূর

তোমার ভাবনা ছাড়া

খুজে আমি পাই না

ভাবনারই সীমানা।।


শত কাজের ভীড়ে 

ভুলি না তো তোমারে 

তোমার স্মরণ ছাড়া 

খুজে আমি পাই না 

কোন কাজে পূর্ণতা।।


মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ