কার কাছে পড়বে শিক্ষার্থীরা
শ্রেণিকক্ষে ঠিকমতো পড়ানো হয় না- এই অভিযোগ করেই শিক্ষার্থীরা সবচেয়ে সেরা ব্যাচের শিক্ষক বেছে নেয়।কিন্তু সেখানে পড়ে ও কোন ভাল ফল পায় নি।পরীক্ষা ভালো হবে - সেই লক্ষ্যেই তো সেরা শিক্ষকের কাছে পড়া।এখন কি করবে শিক্ষার্থীরা? এর কি কোন সমাধান নেই? শিক্ষার্থীদের টেনশন দেখে স্যাররা বিশেষ করে পদার্থ বিজ্ঞানের স্যার যেন মজা পায়। ব্যাচের শিক্ষকেরা নিজেরাই বলে, যতই পর্দাথবিজ্ঞানের অংক করো না কেন পরীক্ষায় আটকাবেই।তাহলে ব্যাচে পড়ছে কেন শিক্ষার্থীরা? শিক্ষাার্থীদের মানসিক চাপে রাখাই কি শিক্ষকের উদ্দেশ্য? অন্তত অংকের সূত্রগুলোতো ঠিকমতো পড়াবে। যে কোন একটি অধ্যায়ের যে কোন একটি অংকের সূত্র তো অসীম হতে পারে না।অবশ্যই নির্দিষ্ট সূত্র আছে। সেই নির্দিষ্ট সূত্রগুলো ঘুরিয়ে পেঁচিয়ে শিক্ষার্থীদের বুঝাতে স্যারদের যত কষ্ট।তাড়াহুড়ো করে পড়ায়, শিক্ষার্থীরা বুঝলো কি বুঝলো না সেদিকে তাদের নজর নেই।
এতো গেল পদার্থবিজ্ঞানের কথা।এখন দেখি রসায়নের অবস্থা। সেরা ব্যাচের রসায়ন স্যার ভালো স্যার হিসেবে পরিচিত। কিন্তু এই স্যারের কাছে পড়ে 97% শিক্ষার্থীরা একটি question এর উত্তর দিতে পারে নি।যদিও questionটি ছিল পাঠ্যবইয়ের। বইতে questionটি ছিল সাধারণ। কিন্তু এটি পরীক্ষায় এসেছে গাণিতিকভাবে।এই question এর গাণিতিক উত্তরও বইতে নেই। এমনকি অভিজ্ঞ ব্যাচের শিক্ষকও কখনো বলে নি এই question গাণিতিকভাবে আসতে পারে। এই হলো ব্যাচের শিক্ষকদের পড়ার অবস্থা যে শিক্ষার্থীরা সব question এর উত্তর দিতে পারে না।এটা হলো শিক্ষকদের অসতর্ক শিক্ষা। এর সমাধান কি? ঘরে বাইরে সব জায়গায় শিক্ষার্থীরা শিক্ষক নিয়োগ করবে? তাহলে শিক্ষার্থীরা নিজেরা পড়বে কখন?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন