হিসাবচক্রের প্রথম ধাপে ব‍্যবসায়ের প্রতিটি ঘটনাকে বিশ্লেষণ করে লেনদেন হিসাবে চিহ্নিত করা হয়।

এই  ধাপে প্রতিটি লেনদেন বিশ্লেষণ করে সংশ্লিষ্ট হিসাব খাতগুলো চিহ্নিত করা হয়।


 বিশ্লেষণকৃত হিসাবগুলো দুতরফা দাখিলা অনুসারে প্রযোজ‍্য হিসাবে প্রাথমিক বইতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে জাবেদায়  লিপিবদ্ধ করা হয়।

এই ধাপে জাবেদায় লিপিবদ্ধ লেনদেনগুলোকে আলাদা আলাদা হিসাবের শিরোনামে লিপিবদ্ধ করা হয়।

রেওয়ামিলসমূহ নির্ভূলভাবে হিসাব  বইতে লিপিবদ্ধ হয়েছে কিনা তা যাচাই করার উদ্দেশ‍্যে খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত ও ক্রেডিট উদ্বৃত্তের সাহায‍্যে রেওয়ামিল প্রস্তুত করা হয়।

ব‍্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয়ের জন‍্য সংশ্লিষ্ট হিসাবকালের  প্রাপ‍্য আয়, বকেয়া খরচ, অগ্রিম খরচ এবং অনুর্পাজিত আয়  ইত‍্যাদি দফাগুলোকে সমন্বয় করতে সমন্বয় দাখিলা প্রদান করা হয়।

ব‍্যবসায়ের হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকেই হিসাব চক্র বলে।

চলমান ধারণা অনুযায়ী ব‍্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম অনন্তকাল ধরে  চলতে থাকবে বলে অনুমান করা হয়। ঐচ্ছিক কাজ

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ