বার্ষিক বাট্টাকরণ
ভবি8ষ্যতে কোন নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সূদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়ার জন্য যে পরিমাণ টাকা বর্তমানে বিনিয়োগ করা প্রয়োজন তাকে অর্থের বর্তমান মূল্য বলে।
ভবিষ্যতে প্রাপ্ত নগদ প্রবাহের জন্য নির্ধারিত সুদের হারে বাট্টাকরণের মাধ্যমে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা হয়।
বর্তমানে পাওয়া আর ভবিষ্যতে পাওয়া একই পরিমাণ অর্থ সমান মূল্য বহন করে না। এক্ষেত্রে ভবিষ্যত মূল্যের চাইতে বর্তমান মূল্য বেশি মূল্যবান।এজন্য ভবিষ্যতে যে অর্থ পাওয়া যাবে তা বর্তমান মূল্যে রূপান্তর করে আর্থিক সিদ্ধান্ত নিতে হয়। আর বাট্টাকরণ প্রক্রিয়ায় ভবিষ্যত মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করা হয়।
যে প্রক্রিয়ায় বছরে একবার বাট্টাকরণের মাধেমে অর্থের ভবিষ্যত মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করা হয় তাকে বার্ষিক বাট্টাকরণ প্রক্রিয়া বলে।
অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পারিক নির্ভরশীলতা।
বার্ষিক বাট্টাকরণ ও বছরে একাধিকবার বাট্টাকরণ করে অর্থের বর্তমান মূল্য নির্ণয়।
বর্তমানে কম টাকা বিনিয়োগ করে ভবিষ্যতে বেশি টাকা যে প্রকল্প থেকে পাওয়া যাবে সেই প্রকল্প বেশি লাভজনক। এক্ষেত্রে অভয় ব্যাংকে টাকা জমা রাখা যৌক্তিক হবে। কেননা উদয় ব্যাংকের চেয়ে অভয় ব্যাংকে টাকা কম জমা রাখতে হবে। এই টাকা নিরাপদ লিমিটেড অন্যত্র বিনিয়োগ করে লাভবান হতে পারবে। ত্রৈমাসিক বাট্টাকরণ, দ্বিমাসিক বাট্টাকরণ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন