Organic psychosis disorder থেকে মুক্তির উপায় কেউ কি বলতে পারবেন

  একজন শিক্ষার্থী প্রায় দেড় বছর ধরে organic psychosis disorder এ ভুগছে। এই রোগটার মানে হচ্ছে একজন রোগীর মানসিক ও শারীরিক দুটো সমস‍্যাই আছে। শারীরিক সমস‍্যা বলতে ব্রেইনের সামান‍্য একটি জায়গায় কোষ  ক্ষয়ের সমস‍্যা। এই শিক্ষার্থী রোগীটা যখন উত্তপ্ত অবস্থায় থাকে তখন তার পড়াশুনা করার প্রবল ইচ্ছা থাকে এবং সেই মূহুর্তে ব্রেইন খাটিয়ে জটিল অংকও সমাধান করে ফেলে।এখন সমস‍্যা হচ্ছে, উত্তপ্ত মেজাজের কারণে সে পড়াশুনা চালিয়ে যেতে পারে না। উত্তপ্ত মেজাজ থেকে অস্বাভাবিক আচরণ করতে থাকে। ঘরে থাকতে চায় না। বের হয়ে যাবার জন‍্য জোড়াজুড়ি করে। খুবই কষ্ট হয় তাকে সামলাতে।তারপর কি আর করা? তাকে শান্ত করার জন‍্য ২৫   mgএর fluphenazine decanoate  ইনজেকশন দিতে হয়।ইনজেকশন দেওয়ার পর সে এতই মনমরা হয়ে যায় যে পড়াশুনা করার ইচ্ছা তার মরে যায়। মাসে দুইবার এরকম রাগ করে থাকে। দেড় বছর  হয়ে গেলো, অথচ তার রাগও কমে নি আবার পড়াশুনাও করতে পারে না।তাকে স্বাভাবিক মেজাজে রাখার ঔষুধ কি পৃথিবীতে আবিষ্কার হয় নি?কখনো কি সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে যাতে তার মেজাজও শান্ত থাকে, পড়াশুনাও করতে পা রবে।

এই সমস‍্যা দূর করতে চিকিৎসকরা যে ঔষুধগুলো দিয়েছে সেটি হচ্ছে ঃ ২১ দিন পর পর ২৫ mgএর  fluphenazine  deconoate একটি ইনজেকশন,  10mgএর helopid  দিনে ৩বার, deprex 10mg রাতে একবার,   perkinil 5mg  দিনে ৩বার,   neorolep800mg দিনে দুইবার, epitra0.5 mg রাতে একবার।  এই ঔষধগুলো যখন ডাক্তার রোগীকে প্রথম দিয়েছে তখন ডাক্তারকে বলা হতো, আপনার রোগী পড়তে পারে না। ডাক্তার বলতো, আগে রোগী  সুস্থ হউক, পরে পড়তে পারবে। 

তারপর ছয় মাস পার হবার  পর যখন ডাক্তারকে বলা হলো, রোগী  পড়তেও পারে না  আর ওর রাগও কমে নি। তখন ডাক্তার বললো, ও ইচ্ছে করলেই পড়তে পারবে। এ কথা বলে ডাক্তার আগের ঔষুধের সাথে নতুন একটি ঔষুধ যোগ করলো। সেই ঔষুধটি হলো Valex 500 mg. কিন্তু নতুন এই ঔষুধটি খাওয়ার পর দেখি, রোগী সারাদিন ঘুমায়  এবং তার হাঁটাচলা, কথাবার্তায় স্মার্টভাবটা কমে গেলো। তারপর নিজেরাই ডাক্তারী করে valex 200mg   দিলাম রোগীকে। 200mg  খাওয়ানোর পর দেখি রোগীর চালচলন স্বাভাবিক আছে। তার অস্বাভাবিকতা হচ্ছে সামান‍্য উসিলায় হঠাৎ করে  রাগ বৃদ্ধি পাওয়া, এই রাগ সামলাতে আমাদের  অনেক কষ্ট করতে হয়।

 এরপর আবার ছয়মাস পর গিয়ে যখন ডাক্তারকে  বলি,এক বছর হয়ে গেলো, রোগী এখনও পড়াশুনা  করতে   পারে না।  তখন ডাক্তার  helopid   বাদ দিয়ে দিলো deprex 10mg এর পরিবর্তে  5 mg  দিলো।আবার  দুইমাস পর যখন ডাক্তারকে বলি রোগী এখনও পড়তে পারে না।তখন ডাক্তার valex ও neurolep  বাদ দিতে বললো। কিন্তু  বাদ দেওয়ার পর দেখি আরো উত্তপ্ত অবস্থা। তারপর আর কি নিজেরা বুঝে neurolep বাদ দিয়ে valex চালিয়ে গেলাম। এই হলো ডাক্তারদের  পরীক্ষামূলক চিকিৎসা। আমি চাই প্রমাণিত চিকিৎসা। দয়া করে কোন চিকিৎসকের কাছে যদি এই রোগের প্রমাণিত চিকিৎসা থাকে তাহলে ম‍্যাসেজে পরামর্শ দিয়ে সাহায‍্য করুন।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ