ভুমিকম্পের প্রতিরোধকারী কি কোন অলৌকিক শক্তি

  

 আধুনিক প্রযুক্তির যুগে এখনও বিজ্ঞানীরা ভূমিকম্পের মত ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগের পূর্বাভাষ দিতে ব‍্যর্থ। খবর থেকে শুধু এতটুকুই জানা যায়, সরকার ভূমিকম্প পরবর্তী কার্যক্রমে কতটুকু অগ্রসর?   ভূমিকম্প পরবর্তী কার্যক্রম মানেই তো মৃতদেহ উদ্ধার  কার্যক্রম ছাড়া আর কি হবে।

বিজ্ঞানীরা যদি ভূমিকম্পের  পূর্বাভাষ দিতে পারতো তবেই না সরকার ভূমিকম্প থেকে বেঁচে যাওয়ার  কার্যক্রম গ্রহণ করতে পারতো।আর সবাই আমরা বেঁচে যাওয়ার কার্যক্রমের খবরই শুনতে চাই,পড়তে চাই। কিন্তু আমরা তা পাই না।

প্রশ্ন হচ্ছে কেন  আমরা তো পাই না? নিশ্চয়ই বিধাতার ইচ্ছা নেই। বিজ্ঞানীদের আবিষ্কারের  পিছনে অবশ‍্যই বিধাতার ইচ্ছা অনিচ্ছার বিষয় আছে।  যাই হউক যদি বিধাতা ইচ্ছে করতো তবে বিজ্ঞানীরা এতোদিনে ভূমিকম্পের পূর্বাভাষ প্রযুক্তি  আবিষ্কার  করে ফেলতে পারতো। 

এখন ভূমিকম্পের মতো ভয়াবহ বিপদ থেকে উদ্ধার পাওয়ার উপায় কি? নিশ্চয়ই বিধাতাকে বেশি বেশি ডাকা।  জ্ঞানীদের কাছ থেকে, বই খাতায় পড়ে এসেছি বা শুনে এসেছি যে, কোন একটি  এলাকায় যদি  আল্লাহর  কোন ওলী বসবাস করে তবে সেই এলাকা প্রাকৃতিক দূর্যোগমুক্ত থাকে।   যদি  এলাকায়  ওলী বসবাস না করেও  থাকে, ভূমিকম্পের আশংকামুক্ত হওয়ার একমাত্র উপায় আল্লাহকে বেশি বেশি করে ডাকা। আল্লাহর  ওলীদের মতো আমাদের অলৌকিক ক্ষমতা না থাকলেও  মানবিক গুণ অর্জন করে সেই ক্ষমতা অর্জনের সামান‍্য চেষ্টা তো করতে পারি।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ