কেউ নিজের দোষ দেখে না কেন

 আমরা চোখ থাকিতে অন্ধ তাই নিজের দোষ দেখতে পাই না।যার  ভিতরে মানবতা আছে সেই নিজের দোষ দেখতে পায়  না।যারা আক্রোশ, হিংসা, নিন্দার বশবতী হয়ে কথা বলে  বা কাজকরে   তারা মনে  করে  তাদের ভিতরে হিংসা রাগ দেখা যায় না।


মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ