এখনও সময় আছে ভূমিকম্প আতংকগ্রস্ত রাজধানীকে রক্ষার
২ বছর যাবৎ ভূমিকম্পের ঘটনা না ঘটার কারণে বাংলাদেশে ভূমিকম্প নিয়ে তেমন গবেষণামূলক তথ্য পাওয়া যায় নি। মনে হয় যেন ভবিষ্যতে বাংলাদেশে ভূমিকম্প ঘটার সম্ভাবনাই নেই। অথচ গবেষকরা সতর্কবাণী দিয়েছেন যে ৭ মাত্রার ভূমিকম্পে রাজধানী ঢাকা শহরের ৭০ হাজার ভবন ধ্বসে পড়তে পারে।১৮১৯ ও ১৯১৯ সালের মধ্যে বাংলাদেশে বিরাট ক্ষয়ক্ষতিকর ভূমিকম্প হয়ে গেছে।গবষকরা বলেছেন ১০০ বছর পরে বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে যার ফলে হাজার হাজার ভবন বিধ্বস্ত হতে পারে। ১০০ বছর কিন্তু পার হয়ে গেছে তবে সবাই কেন নিশ্চুপ?
ভূমিকম্প একটি ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগ। কারণ এই দূর্যোগ সম্পর্কে কোন পূর্বাভাষ দেওয়া যায় না।তাই আগে থেকেই ভূমিকম্প থেকে বাঁচার জন্য সরকারের কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত।
পদক্ষেপ হচ্ছে রাজধানী ঢাকা শহরকে সবুজ নগরীতে পরিণত করা। এর জন্য প্রয়োজন, ঢাকার খালি জায়গায় যারা এখনও বাড়ি করে নি, সে সমস্ত জায়গায় ফলের বাগান তৈরি করা, জায়গার মালিকদের ক্ষতিপূরণ দিয়ে। ক্ষতিপূরণ মানে সরকারের উচিত জায়গার মালিকদের সাথে সমঝোতার চুক্তি করা।
আর ঢাকা শহরের আঠালো মাটি কিন্তু ফলের জন্য বিখ্যাত। আম. জাম,কাঠাল, লিচু - এই সমস্ত গ্রীষ্মকালীন ফল ঢাকার মাটিতে খুব ভালো ফলে। এভাবে ফলের বাগানে বাগানে ঢাকা শহর সবুজ নগরীতে পরিণত হবে।ঢাকার মাটি হবে শক্ত।অথচ ঢাকার মাটি দূর্বল হয়ে যাচ্ছে ঘন ঘন ভবন তৈরির ফলে।
সরকার যদি আইন করে যে, প্রতিটি ভবনের তিনপাশে জায়গা রাখতে হবে গাছ লাগানোর জন্য, জনগণ শুনতে বাধ্য, যদি জনগণকে সতর্ক করা হয় এই বলে যে, আপনারা মরণ ফাঁদের বাড়ি করবেন না।আগামীর শ্লোগান হবে এটা, "আপনারা ভবন কোড মেনে চলুন, জীবন বাঁচানোর বাড়ি করুন।" যদি আগামীর বাড়ি হয় গাছ সমৃদ্ধ, বাড়ি হবে ভূমিকম্প প্রতিরোধ্য।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন