যে নারীকে সম্মান করতে জানে না সে কাউকে সম্মান করতে জানে না

 মা, বোন, খালা, মামী, চাচী, ফুফু হিসাবে সবাই  সম্মানিত নারী কিন্তু স্ত্রী হিসাবে কে কতটুকু সম্মানীত নারী সেটাই এখন দেখার বিষয়। কারণ পুরুষদের চরিত্র নির্ধারণের প্রধান  চাবিকাঠি হচ্ছে তার  স্ত্রী। কারণ  স্ত্রীর কাছে যে পুরুষ চরিত্রবান, ব‍্যক্তিত্বময় ও মর্যাদাশীল   সে  অন‍্য সব  নারীদের কাছেও শ্রদ্ধার পাত্র হবে।  যে পুরুষ স্ত্রীর কাছে খারাপ সে  অন‍্য নারীদের কাছে খারাপ নাও হতে পারে।কারণ মুখে মুখে   বা দায়িত্ব পালনের দোহাই দিয়ে সে সবার কাছে  ভালো সাজতে পারে, যে ভালো সাজার কোন মূল‍্য নেই। যদি স্ত্রীর সাথে তার ভালো বোঝাপড়া থাকে তবে অবশ‍্যই সেই ভালো সাজার মূল‍্য আছে।

স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসার সম্পর্ক যেখানে কুদৃষ্টি ও সুদৃষ্টির ব‍্যাপার আছে।  স্বামী যদি স্ত্রীর ভালো মন্দ, দুঃখ কষ্টকে গুরুত্ব না দিয়ে তার জৈবিক চাহিদার স্বার্থ  মিটানোর জন‍্য  স্ত্রীর প্রতি নজর দেয় সেই নজর হবে  কুদৃষ্টি।  আর স্বামী যদি স্ত্রীর  ভালো মন্দ, দুঃখ কষ্টকে  গুরুত্ব দেয়, তবে স্ত্রীর দুঃখ কষ্টকে গুরুত্ব দেয়ার নামই হচ্ছে  ভালোবাসা। এই ভালোবাসার নামই হচ্ছে সুদৃষ্টি।

বিশ্বব‍্যাপী  বেশির ভাগ ঘরেই রয়েছে স্ত্রীর প্রতি স্বামীর কুদৃষ্টি।এই কুদৃষ্টিসম্পন্ন স্বামীরা  বুঝতে পারে না স্ত্রীকে ভালোবাসার মূল‍্য। প্রকৃত ভালোবাসার লাভ ক্ষতি তারা বুঝতে পারে না। স্ত্রীকে ভালোবাসা মানেই নিজেকে ভালোবাসা।আর স্ত্রীকে অপমান করা মানে নিজেকেই অপমান করা।  কারণ স্ত্রীর সাথে রয়েছে স্বামীর শারীরিক ভালোবাসার সম্পর্ক।   জ্ঞানী, স্বামীরা তার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কে যাওয়ার আগে  হাজারবার নিজের মনের  শুদ্ধতা যাচাই করে ও স্ত্রীর ইচ্ছা অনিচ্ছাকে গুরুত্ব দেয়।  কয়টা স্বামী তা বুঝতে পারে? বুঝতে পারে না বলেই    মূর্খতার অন্ধকারে থেকে তারা  জীবনযাপন করে। আলোর মুখ তারা দেখতে পায় না।  এক সময়ের টগবগে  তরুণ বার্ধক‍্যের কাছে কতটা অসহায় হয়ে পড়ে।  তারা যে সারা বছর ইবাদত করেছে  সেই ইবাদত কেন বার্ধক‍্য অবস্থায় শক্তির যোগান দেয় না?  হয়তো কোথায়ও গলদ ছিল। হয়তো স্ত্রীর প্রতি তার ভালোবাসা পবিত্র ছিল না।   যে স্ত্রীর কাছে  ভালো সে সবার কাছে  প্রকৃত অর্থেই ভালো। স্ত্রী হচ্ছে পুরুষের চরিত্র মাপার চাবিকাঠি।  

আবার অনেক সময় এমনও দেখা যায়, একজন পুরুষ স্ত্রী  ছাড়া সবার কাছে ভালো। এই ভালো থাকায় অবশ‍্যই স্বামীর মনের পবিত্রতা বজায় থাকে না। অবশ‍্যই তার মনে বাসা বেঁধে আছে রেষিরেষি।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ