'প্রকৃত তরুণ' ' নামে টিভি চ‍্যানেল থাকা জরুরী

 দেশ বিদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, বানিজ‍্যিক, মানবিক ঘটনা  বা দূর্ঘটনার খবর জানার জন‍্য দেশের নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই  টিভি চ‍্যানেল থাকা বা দেখার প্রয়োজন মনে করে।  টিভি চ‍্যানেলে একটি ঘটনার ইতিবাচক, নেতিবাচক দিক তুলে ধরা হয় ঠিকই    কিন্তু একটি ঘটনা কিভাবে ইতিবাচক বা নেতিবাচক হলো সেটার গভীর বিশ্লেষণ করা হয় না। যেমন  খুনের আসল অপরাধী বের করার জন‍্য অনুসন্ধান চালানো হয়। লোকটি কিভাবে অপরাধী হলো   সেটা জানার জন‍্যা কোন গবেষণা চালানো হয় না।

মানুষই খারাপ বা ভালো ঘটনার জন্ম দেয়। এ সমস্ত  ঘটনা ঘটার জন‍্য একটি  মানুষের জন্ম থেকে  তরুণ   বয়স পর্যন্ত কোন কোন অবস্থা দায়ী, সেটা নিয়ে গবেষণা চালানো  উচিত। একটি মানুষ জন্ম থেকে খারাপ হয় না,পরিবেশের প্রভাবে সে ভালো বা খারাপ হয়।  একটি মানুষ বা শিশুর  প্রকৃত তরুণ মানুষে পরিণত  হবার জন‍্য  জন্ম থেকে কিশোর বয়স পর্যন্ত ভালো পরিবেশের দরকার হয়।অন্তত কিশোর বয়স পর্যন্ত   যদি কোন মানুষ ভালো পরিবেশ পায় সে মানুষ কখনো বিপথে যেতে পারে না।  এর মানে  একটি মানুষের প্রকৃত তরুণে পরিণত হবার জন‍্য জন্ম থেকে কিশোর বয়সের সময়টা খুবই গুরুত্বপূর্ণ।এ সময়টাতে একটি মানুষ কিশোর  বা  তরুণ  বয়স পর্যন্ত অবুঝ ও আবেগপ্রবণ থাকে। এ সময় বড়রা যে শিক্ষায়  শিশুটিকে বড় করে   শিশুটি সে  শিক্ষায় বড় হয় যদিও শিক্ষা ভুলও হয়ে  থাকে।

এ কারণে বলছি কোন শিশু যাতে কুশিক্ষায় বড় হতে না পারে এবং প্রতিটি শিশু যাতে  প্রকৃত তরুণে পরিণত হতে পারে এজন‍্য টিভি চ‍্যানেলের মতো গণমাধ‍্যমের ভূমিকা খুবই গুরুত্বপৃর্ণ। 

প্রতিটি শিশু যাতে সুনাগরিকে পরিণত হয় এজন‍্য সরকারের এগিয়ে আসা উচিত  'প্রকৃত তরুণ ' নামে  টিভি চ‍্যানেল প্রতিষ্ঠা করার জন‍্য। একটি শিশুকে  তরুণ বয়স পর্যন্ত বড় হবার  পথে নানা সমস‍্যার  সম্মুখীন হতে হয়। ধাপে ধাপে প্রতিটি সমস‍্যার সমাধান দেখিয়ে টিভি চ‍্যানেলে অনুষ্ঠান প্রচার করা  উচিত   যাতে অভিভাবকেরা সঠিকভাবে সন্তান লালন পালনের ক্ষেত্রে টিভি চ‍্যানেলের উপর নির্ভর হতে পারে। যেমন বাবা মায়ের কোন ধরণের কথা সন্তানের মনে আঘাত আনতে পারে এবং কোন ধরণের কথা সন্তানের মনে প্রেরণা যোগাতে পারে তা টিভিতে নাটকের  মাধ‍্যমে  প্রচার করা উচিত।

তবে এই ধরণের টিভি চ‍্যানেল পরিচালনার দায়িত্ব দিতে হবে সৃজনশীল মানুষদের কাধেঁ যারা মানুষের মন, আবেগ, অনুভুতি ভালো করে বুঝে টিভি চ‍্যানেলের অনুষ্ঠান পরিচালনা  করতে পারবে।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ