বাবা মায়ের কাছে থেকেও ছেলেমেয়েরা দূরে কেন
সাধারণত সুখী পরিবারে যে দৃশ্য আমরা দেখতে পাই সেটা হচ্ছে বাবারা সারাদিন কাজের শেষে ঘরে ফেরার সময় ব্যাগে করে ছেলেমেয়েদের জন্য মজার খাবার নিয়ে আসে মায়েরা সেই খাবারগুলো সুন্দর করে ছেলেমেয়েদের সামনে বেড়ে দেয়। কিন্তু বেড়ে দেয়ার মুহূর্তে ছেলেমেয়েদের আচার আচরণগুলো অনেক বাবা মা তেমন বিবেচনা করে না, যদিও বিবেচনার দরকার আছে। অর্থাৎ আচার আচরণের ছোট ছোট ক্রটিগুলোকে বাবা মা ক্রটি মনে করে না। অথচ এই ছোট ক্রটিগুলো ছেলেমেয়েদের পরবর্তী জীবনে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তা অনেক বাবা মা বুঝতে পারে না।এই ছোট ক্রটি একদিন বড় ক্রটিতে পরিণত হয়ে যায়।
এখন প্রশ্ন হচ্ছে এই ত্রুটিগুলো তৈরির জন্য দায়ী কে? বাবা মা নিজে নাকি ছেলেমেয়ে। অবশ্যই ছেলেমেয়ে নয়। দায়ী বাবা মা।কারণ বড়দের কাছ থেকেই ছোটরা শিখে। বড়রা যেভাবে শিখাবে সেভাবেই ছেলেমেয়েরা শিখবে। কিন্তু বড়রা অর্থাৎ বাবা মায়েরা ধরে ধরে তো ছেলেমেয়েদেরকে আচার আচরণ শিখায় না, বাবা মায়ের আচরণ থেকেই ছেলেমেয়েদের আচরণ তৈরি হয়। উদাহরণের তো শেষ নেই। একটি উদাহরণ দিয়ে বুঝাই কিভাবে বাবা মায়ের আচরণ থেকে ছেলেমেয়েদর আচরণ তৈরি হয়।
দেখা গেলো যেসব বাবা মায়ের এক ছেলে এক মেয়ে আছে অনেক মেয়ে বিদ্বেষী বাবারা আছে, যারা ঘরে কোন ফল এনে ছেলেকে ডাকাডাকি শুরু করে ফল খাওয়ার জন্য , অথচ মেয়ে সামনে দাঁড়িয়ে আছে সেদিকে বাবার নজর নেই। এই যে বাবারা ছেলে ও মেয়ের মধ্যে দুই রকম আচরণ করে এর ফলে কি ঘটে? নিশ্চয়ই বাবার প্রতি মেয়ের ক্ষোভ জন্মাতে থাকে। আর এই ক্ষোড থেকেই ছেলের প্রতি মেয়ে প্রতিহিংসামূলক আচরণ করতে থাকে এবং বাবা মায়ের অবাধ্য সন্তান হিসাবে বড় হতে থাকে। অনেক বাবাদের ছেলে ও মেয়ের প্রতি এই ধরণের বিভেদমূলক আচরণের ফলে ডাইয়ের প্রতি বোনের ভালোবাসা থাকে না।অথচ বিভেদী আচরণের বাবারাই আবার উপদেশ দেয় মেয়েকে এই বলে, "বড় বোনের উচিৎ ছোট ভাইকে আদর করা।"
ভাই বোনের মাঝে ভালোবাসার অভাব, বাবা মায়ের প্রতি সন্তানের অবাধ্যতা - সবকিছুর জন্য দাযী বাবা মায়ের ক্রটিপূর্ণ আচরণ। অথচ বাবা মা উল্টো সন্তানেরকে দোষ দিতে থাকে এসব ক্রটির জন্য। বড়রা যদি সংশোধন না হয় ছোটরা কিভাবে হবে? এই সমস্ত ক্রটির জন্যই কিন্তু বাবা মায়ের কাছে থেকে সন্তানেরা অনেক দূরে। কাছে থেকে বাবা মা ও সন্তানের মাঝে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে না। এই ধরণের সমস্যার সমাধান গণমাধ্যমে বিজ্ঞাপন আকারে প্রকাশ করা উচিৎ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন