কিভাবে এস এস সি সংক্ষিপ্ত সিলেবাস মানেই এস এস সি পাশ বুঝায়
এস এস সি পাশ করা শিক্ষার্থী যদি আবার এস এস সি পরীক্ষা দেয় সেটি কি হাস্যকর হবে না? এখন প্রশ্ন হচ্ছে কিভাবে সংক্ষিপ্ত সিলেবাস মানে এস এস সি পাশ বুঝায় সেটি এখন জানার বিষয়।
শিক্ষা অধিদপ্তর এস এস সি পরীক্ষার্থীদের জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছে পরীক্ষার্থীরা কিন্তু এর চেয়ে দ্বিগুণ সিলেবাস শেষ করে নবম শ্রেণি থেকে দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। বইয়ের চার ভাগের তিন ভাগের বেশি সিলেবাস কিন্তু নবম শ্রেণিতেই পড়ানো হয়ে গেছে। শুধুমাত্র সামান্য সিলেবাস বাকি ছিল। আর স্কুলের প্রশ্ন কিন্তু এতো সহজ হয় না। স্কুল শিক্ষকেরা পরীক্ষার খাতাও কিন্তু কড়াকড়িভাবে দেখেন। শিক্ষাবোর্ডের কর্তৃপক্ষ ইচ্ছে করলেই কিন্তু দশম শ্রেণিতে উত্তীর্ণ পরীক্ষার ফলাফলকে 2021 সালের এস এস সি পরীক্ষার ফলাফল হিসেবে ঘোষণা করতে পারেন সংক্ষিপ্ত সিলেবাসকে কার্যহীন বিবেচনা করে। সংক্ষিপ্ত সিলেবাসের উপর পরীক্ষা দেওয়া মানে পাশ করা ক্লাশে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সমান। নবম শ্রেণির ফলাফলকে এস এস সি পরীক্ষার ফলাফল হিসেবে ঘোষণা করলে আমার মনে হয় পরীক্ষার্থীর যোগ্যতার মান কমে যাবে না।
হয়তো পরীক্ষার্থীরা অভিযোগ করতে পারে দশম শ্রণিতে উত্তীর্ণের ফলাফল ভালো হয় নি। আমরা তখন ভালো করে পড়াশুনা করি নি। কারণ তখন আমরা কেউই জানতাম না এটাই এস এস সি' র চূড়ান্ত ফলাফল হবে।
হয়তো পরীক্ষার্থীরা দাবি করতে পারে তাদের জি পিএ পয়েন্ট এক অথবা অর্ধেক করে বাড়িয়ে দেয়া হোক। যাই হোক এগুলো শিক্ষা কর্তৃপক্ষের বিবেচনার বিষয়। আমি শুধুমাত্র আমার মতামত জানালাম।
আমাদের চিন্তা করা উচিত 2022 সালের পরীক্ষার্থীদের নিয়ে যারা স্কুলের পরীক্ষায় সরাসরি অংশগ্রহণ করতে পারে নি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন