কেন শিশুরা হিংস্রপ্রবণ হয়

 শিশুরা তো জন্মগতভাবেই নিষ্পাপ হয় তবে কেন ওরা   অহংকারী হয়।  নিশ্চয়ই  পরিবার থেকে ওরা  এই শিক্ষাটা গ্রহণ করে। অহংকারী হওয়ার আগে  শিশুরা আগে পরিবার থেকে হিংস্রপ্রবণ হওয়ার শিক্ষাটা গ্রহণ করে।    কিন্তু কিভাবে?

 একটি পরিবারে যখন দ্বিতীয় শিশু জন্ম নেয় তখন থেকেই শুরু হয়ে যায় প্রথম শিশুর হিংস্রপবণ আচরণ  দ্বিতীয় শিশুর প্রতি। প্রথম শিশুটি মনে করে , দ্বিতীয় শিশুর  কারণে বাবা মা তাকে অবহেলা করছে।   বাবা মা বুঝতেই পারে না দ্বিতীয়  শিশু নিয়ে  বাবা মায়ের ব‍্যস্ত থাকাকে   প্রথম শিশু  নিজের প্রতি বাবা মায়ের অবহেলা মনে করে। বাবা মা তো মনে করছে তারা প্রথম শিশুর সব দায়িত্ব সঠিকভাবে পালন করছে। কিন্তু দায়িত্ব    পালনের পাশাপাশি শিশুর মনের যত্ন ওযে করতে হয় তা আমাদের অনেকের অজানা। বাবা মায়ের অসচেতনমূলক আচরণের  ফলে শিশুর মনে ক্ষোভ জন্মাচ্ছে। আর এই  ক্ষোভ থেকেই শিশুটি হয়ে যায় হিংসাপরায়ণ, অহংকারী  আর বেয়াদব।

আজকালের   চার দেয়ালের পরিবেশে এমনিতেই শিশুরা আবদ্ধ,  তার উপর  শিশুরা  বাবা মায়ের অসচতনতামূলক   অবহলার আচরণ  শিশুদের মধ‍্যে অসহযোগীতামূলক অমানবিক আচরণ লক্ষ‍্য করা যায়।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ