কেনো আমরা নিজের দোষ দেখতে পাই না

  যতদিন  আমরা নিজের দোষ দেখতে পাবো না ততদিন আমরা নিজের ভালো মন্দ যাচাই করতে পারবো না   এবং ততদিন  আমরা রাগ, হিংসা, নিন্দা, ঘৃণা, লোভের মতো পঞ্চপ্রবৃত্তিকে দমন করতে পারবো না। আমাদের প্রতিটি কাজ   এই  পঞ্চপ্রবৃত্তির সহযোগীতায় পরিচালিত হবে। যেমন, রাগের সময় আমাদের হুস হারিয়ে যাবে।  তখন বেহুশ অবস্থায় আমাদের মুখ দিয়ে  আগ্রাসণমূক কথাবার্তাই বের হবে যা কিনা প্রতিপক্ষের রাগ আরো বাড়িয়ে দিবে।আমরা তখন এই বলে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পছন্দ করি  যে 'ও' আমার রাগ উঠিয়েছে।  রাগের প্রবৃত্তি আমাদের মনে জাগ্রত আছে বলেই আমরা রাগ দমাতে পারি না। হজ্ব, নামাজ, রোজা, যাকাতের মতো ইবাদত  করেও রাগ দমাতে পারি না। 

ইবাদত পালন করার পাশাপাশি রাগ দমানোর জন‍্য আমাদের জাতি, ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষকে ভালবাসতে হবে।  অনেকে মনে করে আমি তো আল্লাহর ইবাদত পালন করছি, এখন মানূষকে অবহেলা করলেও আল্লাহ্  আমাকে খারাপ বলবে না। আল্লাহর  ওলীগণ বলে গিয়েছেন, ' ভালোবাসা ছাড়া কলেমা পড়লেও কাজ হয় না।

ভালোবাসা বড় ধর্ম। মানুষকে ভালো না বেসে, মানুষের প্রতি দায়িত্ব পালন না করে যতোই ইবাদত করি, সেই ইবাদতে আল্লাহ্  সাড়া দিবে না। আর যতদিন আমরা  জাতি, ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষকে ভালোবাসতে পারবো না ততদিন আমরা নিজের দোষ নিজেরা দেখতে পারবো না। আর আমাদের প্রতিটি কাজ সম্পন্ন হবে হিংসা, নিন্দা, ঘৃণা, লোভের  সহযোগীতায়।


মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ