সব ডাক্তারের বড় ডাক্তার
আমাদের বিপদের বন্ধু ডাক্তার। রোগ নিয়ে যখনই আমরা জীবনমরণ সমস্যায় পড়ি তখনই আমরা ছুটে যাই ডাক্তারের কাছে সুস্থ হবার জন্য। আর অসুস্থতার মুহূর্তে প্রার্থণা করতে থাকি সৃষ্টিকর্তার কাছে এই বলে, " আল্লাহ্ ভালো করে দাও।" আর যেইমাত্র না ওষুধ খেয়ে ভালো লাগতে থাকে, সেইমাত্র আল্লাহ্কে অস্বীকার করা শুরু হয়ে যায়। তখন আমরা বলতে থাকি, "এই ডাক্তার আমার রোগ ভালো করে দিয়েছে।" অথচ এই কথাটা এভাবেও তো বলা যায়, "ডাক্তারের ওসিলায় আল্লাহ্ আমার রোগ ভালো করে দিয়েছে।"এভাবে কথা বললে আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা, বিশ্বাস প্রকাশ পায়। ডাক্তারের কি ক্ষমতা আছে রোগ ভালো করার। প্রতিটি মানুষের ভিতরেই আল্লাহ্ আছে। যে মানুষ যে কাজ করতে চায় আল্লাহ্ তাকে দিয়ে সেই কাজই করান। তেমনি ডাক্তারের ভিতরও আল্লাহ্ আছেন বলেই ডাক্তার চিকিৎসাসেবা করতে পারছে।
তেমনি আমরা যখন চরম বিপদে পড়ি তখনই করি আল্লাহ্ আল্লাহ্ , আর বিপদ কেটে গেলে বলি, ও এই কাজটা করে দিয়েছে বলে বিপদ কেটে গিয়েছে। যাই হউক এভাবে প্রতিটি মুহূর্তে প্রতিটি কাজে আমরা আল্লাহ্কে অস্বীকার করছি।
আল্লাহ্কে অস্বীকারের মাত্রা বেড়ে যাওয়ার ফলে দীর্ঘ যুগ যুগ পর ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ বা মহামারী দিয়ে থাকেন। আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন, এই সৃষ্টিকর্ত্যর অস্তিত্ব যখনই ভুলে যাই তখনই মহামারী হাজির হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন