বাবা মায়ের কথাবার্তাই সন্তান মানুষ করার চাবিকাঠি
গবেষকরা বলেন, শিশুদের ব্রেইন গঠনের সময়টা হচ্ছে এক থেকে পাঁচ বছর পর্যন্ত। অথচ এই সময়টাতে বাবা মা নিজের অজান্তেই শিশুদের সাথে ধমক দেওয়ার মতো খারাপ আচরণ করে যে আচরণটা তাদের কচি ব্রেইনে গভীর ক্ষতের সৃষ্টি করে। এই ক্ষতটা হচ্ছে অবহেলার ক্ষত।বাচ্চারা তো ঝামেলা করবেই। বাচ্চাদের এই ঝামেলা অনেক বাবা মা আদরের মাধ্যমে মোকাবেলা না করে ধমকের মাধ্যমে মোকাবেলা করে। ক্ষনিকের জন্য ঝামেলা থামলেও বাবা মায়ের প্রতি সন্তানের অবাধ্যতার বীজ কিন্তু তখন থেকেই রোপিত হতে থাকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন