একটি মানুষ হচ্ছে একটি পৃথিবী

  একটি মানুষ একটি পৃথিবী - এই কথাটি বলার একমাত্র কারণ হচ্ছে প্রতিটি মানুষ  দামী। ধনী গরীব, বিখ‍্যাত, অখ‍্যাত, ছোট বড়  প্রতিটি মানুষ সৃষ্টির একমাত্র উদ্দেশ‍্য হচ্ছে  নিজেকে চেনা।  নিজেকে চেনা মানেই সৃষ্টিকর্তাকে চিনা। যে নিজেকে চিনতে পারল সেই হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামী মানুষ।কারণ কোন মৃত‍্যূভয়, দুঃখ কষ্ট, হতাশা, রোগের যন্ত্রণা তাকে স্পর্শ করতে পারে না।  তার দেহ হয়ে যায় বুলেট প্রুফ, মন হয়ে যায় আয়না।


কিন্তু আমরা কি করি? নিজেদেরকে তুচ্ছ ভেবে দামী ভাবি বিশ্বখ‍্যাত মানুষগুলোকে। যদি  বিখ‍্যাত মানুষগুলো নিজেকে চিনতেই না পারল এরকম দামী হওয়ার কোন মূল‍্য নেই।  তাই বলে কি আমাদের যদি বিখ‍্যাত হওয়ার সুযোগ থাকে আমরা কি  তা হওয়ার চেষ্টা করবো না !  অবশ‍্যই করবো।

 প্রতিটি মানুষ ইচ্ছে করলেই নিজেকে চিনতে পারে যদি  মানুষ রাগ, হিংসা, ক্রোধ, লোভ, ঘৃণার মত কুপ্রবৃত্তিগুলো দমন করার সাধনা করতে পারে। জ্ঞান আল্লাহর  দান।  যারা এই  খারাপ দোষগুলো দমন করতে পারে তাদেরকে আল্লাহ্  দয়া করে জ্ঞান দান করেন। 

 মনীষীরা বলেন, ভালোবাসা ছাড়া কলেমা পড়লেও কাজ হয় না। যখন মানুষের মধ‍্যে ভালোবাসা থাকে না তখনই মানুষের মধ‍্যে কুপ্রবৃত্তিগুলো জাগ্রত থাকে। তাঁরা আরো বলেন, তোমরা যাকে একবার ভালোবেসেছো তাকে তুমি কখনো অশ্রদ্ধা করবে না, যদিও সে করে। কারণ যে অশ্রদ্ধা করে তার অন্তর কলুষিত হয়ে  যায়। আর কলুষিত অন্তর কখনো জ্ঞান অর্জন করতে পারে না। 

 প্রকৃত জ্ঞানী হতে হলে অন্তরের সাধনা করতে হয়। একটি এলাকায় যদি একজন জ্ঞানী মানুষ থাকে ঐ এলাকার মানুষের চরিত্র পরিবর্তন হয়ে যায়।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ