প্রেমজনিত কারণে তরুণ তরুণীদের আত্মহত‍্যা প্রতিরোধের উপায়

  আত্মহত‍্যা  মহাপাপ  - এই উপদেশ বাণী  সবাই জানে।এসব বলে লাভ নেই।   যাই হোক  ভাষা আন্দোলন করে আমরা বাঙালীরা বাংলাকে মাতৃভাষা হিসেবে পেলাম তার জন‍্য কয়জন ছাত্র জীবন দিয়েছে, নিশ্চয়ই 4/5 জনের বেশি নয়। অল্প কয়জন ছাত্রের জীবনের   বিনিময়ে   অর্জিত ভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পেয়েছে। অথচ পত্রিকার পাতা খুললে প্রায়ই দেখা যায় প্রেমের কারণে তরুণ তরুণীর আত্মহত‍্যার খবর।  যারা আত্মহত‍্যা করে তাদের জীবনের কি কোন দাম নেই? আত্মহত‍্যা  প্রতারোধের জন‍্য  কেন পন্ডিত গণেরা কোন উদ‍্যোগ নেয় না। বিখ‍্যাত কবিরা তো  প্রেম নিয়ে এমন মহান বাণী লিখতে পারে যাতে  এ লেখা পড়ে  ভবিষ‍্যতে কোন তরুণ তরুণী আত্মহত‍্যার পথ বেছে না নেয়।  পত্রিকায় প্রেম নিয়ে বিখ‍্যাত কবিদের নিয়মিত কলাম থাকা উচিত।তবে প্রেম  নিয়ে আমার লিখা কিছু গীতিকবিতা এখানে লিখলাম যদি কোন তরুণ তরুণীর উপকারে আসে - এই আশায় :

 প্রেম ভালোবাসা 

কেউ কোথাও খুঁজ না

নিজের অন্তর ছাড়া

নিজের অন্তর ছাড়া  ।।


প্রেম হলো  বিশ্বাস

ভালোবাসা যে নিঃশ্বাস

প্রেম  না হলে সাধনা

ভালোবাসা হয় কামনা  ।।


প্রেম ছাড়া কখনো 

হয় না মন শুধরানো

প্রেম না হলে জ্ঞান 

ভালোবাসা  হয় ক্ষণকাল ।।

  দ্বিতীয় গীতিকবিতা   :

  হৃদয় ঘষামাজা ছাড়া

প্রেমের কাজ তো কিছু না

চোখেরই  জল ফেলিও না

স্বপ্ন ভঙ্গ নিয়া     ।।


সাধকেরা করে সাধন 

করিতে হৃদয় নয়ন

হৃদয় না হলে নয়ন খোলা

অসাড় হয় যে প্রেমের ভাষা  ।।


প্রেমেরই গন্ডী 

স্বার্থে থাকলে বন্দী 

কখনো হয় কি হয় কি

বিধাতার সাথে সন্ধী   ।। 


নাছরীন আক্তার

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ