প্রতিটি কথার বিচার হবে
দৈনন্দিন জীবনে মানুষের সাথে চলাফেরা করতে যে কথাগুলো ব্যবহার করি সে কথারই বিচার হবে। অতি পরিচিত একটি উদাহরণ দেই।আমরা যখন রিক্সায় যাতায়াত করি তখন প্রথমে রিক্সা ভাড়া ঠিক করি। ভাড়া ঠিক করার সময় অনেক সময় দেখা যায় রিক্সাওয়ালা যদি নতুন হয় সে জায়গা না চিনার কারণে ভাড়া 50 টাকার জায়গায় 30 টাকা বলে। অথচ আপনি কিন্তু জানেন ভাড়া 50 টাকা। কিন্তু জায়গামতো যাওয়ার পর রিক্সাওয়ালা ঠিকই বুঝতে পারে তার ঠক হয়ে গেছে। তখন রিক্সাওয়ালা বলে, ' 'এখানকার ভাড়া তো 50 টাকা, 30 টাকা দিলে আমার ঠক হয়ে যায়।' ' কিন্তু আপনি 30 টাকা দিয়েই চলে যান রিক্সাওয়ালার সাথে 30 টাকা ভাড়া ঠিক হয়েছে বলে। 20 টাকা কম দিয়ে আপনি ভাবছেন রিক্সাওয়ালা ঠকেছে। রিক্সাওয়ালা ঠকে নি, ঠকেছেন আপনি। কারণ আপনি জানেন ঐ জায়গার ভাড়া 50 টাকা। এই অন্তরের বিচার আল্লাহ করবে। রিক্সা ভাড়া ঠিক করত যেয়ে আপনার অন্তর সততার পরিচয় দিতে পারে নি। অন্তরের সততার বিচার আল্লাহ্ করবে। এভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি অন্তরের সততা যাচাই করে চলি সবাই, তবে কারো দ্বারা কোন খারাপ কাজ হতে পারে না। যারা এই বিশ্বাস করে চলে, আল্লাহ্ আমার প্রতিটি কাজ দেখছে তারাই অন্তরের সততা যাচাই করে চলে।
ছোটবেলা থেকেই স্কুল পড়ুয়া শিশুদের এই শিক্ষা দেওয়া উচিত যে প্রতিটি কথারই বিচার হয়। তাহলে আর শিশুরা তাদের বন্ধুদেরকে নিয়ে এমন কথা বলবে না যে কথায় বন্ধুদের ক্ষতি হয়। স্কুলের ক্লাসে এক শিশু সহপাঠী দ্বারা আরেক শিশু সহপাঠীকে অকারণে হয়রানি করার মতো বহু ঘটনা রয়েছে।
আমরা বাবা মা যখন ছোট শিশুকে পড়াতে বসি তখন শিশুটি পড়া না পারলে তাকে আমরা অনেক বাবা অথবা মা শিশুটিকে মারধর করি ও বকাঝকা করি। তখন কেউ বাধা দিতে আসলে বাবা মা বলে, ' 'শিশুকে শাসন করতে হয়। ' অথচ শাসনের নামে এটা যে বাবামা দ্বারা শিশু নির্যাতন এটা অনেক বাবা মা বুঝে না। শিশুর প্রতি বাবা মায়ে র রাগের আচরণ একটি পশুপ্রবৃত্তিমূলক আচরণ। এই ধরণের আচরণ বা কথাবার্তায় যেমনি বাবামায়ের অন্তর অপবিত্র হলো তেমনি শিশুর অন্তরও। বাবা মায়ের রাগী কথাবার্তায় শিশুর মনে ক্ষোভ জন্মাতে থাকে। আর এই ক্ষোভ থেকেই শিশুটি ধীরে ধীরে অবাধ্য হয়ে যায়। বাবা মায়ের সুন্দর কথাবার্তা শিশুটির মনে ওষুধের মত কাজ করে। সুতরাং সন্তানকে মানুষের মত মানুষ বানাতে হলে সবার আগে প্রয়োজন সন্তানের প্রতি বাবা মায়ের সুন্দর আচার ব্যবহার।
নাছরীন আক্তার
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন