'শান্তির পরিবার ' নামক পুরস্কার ঘোষণা করা উচিত
যে পরিবারে মিল মহব্বত, ভালোবাসা থাকে সেটাই শান্তির পরিবার। আর কোন পরিবারকে শান্তির পরিবার হিসাবে ঘোষণা দেওয়ার সর্বোচ্চ সময় দরকার 16 বছর। নবদম্পতীদের সংসার করার শুরু থেকে 16 বছর পর্যন্ত সন্তান মানুষ করার উৎকৃষ্ট সময়। এই সময়ের মধ্যে যদি দেখা যায় বাবা মায়ের প্রতি সন্তানের, স্ত্রীর প্রতি স্বামীর, স্বামীর প্রতি স্ত্রীর এবং সন্তানের প্রতি বৃদ্ধ বাবা মায়ের এবং ভাইয়ের প্রতি বোনের ,বোনের প্রতি ভাইয়ের কোন অভিযোগ না থাকে এবং তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও প্রতিবেশীরা তাদের আচরণে সন্তুষ্ট থাকে তবেই সেই পরিবারকে শান্তির পরিবার হিসাবে ঘোষণা করা উচিত।
এই পুরস্কার ঘোষণা করার মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রে ভালোবাসার প্রতিযোগীতা শুরু হয়ে যাবে। তখন পরিবারের ভাই বোনের মধ্যে হিংসা কাজ করবে না। একজন আরেকজনকে শ্রদ্ধা, সহযোগীতা করতে শিখবে। উদাহরণসরূপ বলা যায়, উচ্চবিত্ত একান্নবতী পরিবারে ছোট ছোট ভাই বোনের মধ্যে হিংসা, ঝগড়া দেখা যায়।কেন? বাবা মা কি সন্তানের সাথে খারাপ ব্যবহার করছে যার ফলে সন্তানেরা নিজেদের মধ্যে ঝগড়া করছে।
যাই হোক যে নতুন পরিবারের সদস্যরা পরস্পর নিজেদেরকে ভালোবাসতে, ভক্তি, শ্রদ্ধা করার উদাহরণ দীর্ঘ 16 বছর দেখাতে পারবে তবেই সেই পরিবারকে শান্তির পরিবার হিসাবে ঘোষণা করা উচিত। কারণ এই নির্দিষ্ট সময় হচ্ছে সন্তান মানুষ করার সময়। এই সময়ের মধ্যে সন্তান যদি সঠিকপথে পরিচালিত হয় তবে পরবর্তীতে আর বিপথে যাওয়ার ভয় থাকে না। নতুন পরিবার এই কারণে বললাম কারণ যেটা ভালো পুরানো পরিবার সেটা তো ভালোই থাকবে আর যেটা খারাপ পুরানো পরিবার সেটা তো খারাপ হয়ে গেছে সেটাতো সংশোধনের তেমন সুযোগ থাকে না।
সারা বিশ্বে বিভিন্ন ভালো কাজের জন্য বিভিন্ন ধরণের শান্তির পুরস্কার রয়েছে। এবার বিশ্বে শান্তির নাগরিক তৈরি করার জন্য 'শান্তির পরিবার' নামক পুরস্কার চালু করা উচিত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন