শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত মানুষ গড়ার
শিক্ষা ব্যবস্থা যদি না হয় মানুষ গড়ার, পাঠ্যপুস্তকের যতোই আমূল পরিবর্তন করা হউক না কেন, কোন লাভ হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ গড়ার শিক্ষা নেই বলে আজ উচ্চশিক্ষিত মানুষের মধ্যে পশুত্ব আ চরণ লক্ষ্য করা যায়। যেমন ধর্ম বইয়ের কথা বলা যাক। ধর্মে বইয়ের আদর্শ কথা সবাই পড়ে মুখে নামমাত্র, কিন্তু আচার ব্যবহারে এর কোন ব্যবহার নেই। ভাল আচার ব্যবহারের জন্য ব্যবহারিক শিক্ষা প্রয়োজন। এটা নিশ্চয়ই বিজ্ঞানের ব্যবহারিক শিক্ষা নয়। এই মানুষ গড়ার ব্যবহারিক শিক্ষার বাস্তবায়ন ঘটাতে হবে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যোগসূত্র স্থাপন করে। এই যোগসূত্রের আলাপ আলোচনার বিষয়ে থাকবে শিক্ষার্থীর সাথে পরিবারের সদস্য ও শিক্ষকদের আচার ব্যবহার। আর এই আচার ব্যবহারের যোগসূত্র রক্ষার জন্য ' পরিবার ও শিক্ষক' নামের একটি পাঠ্যপুস্তক থাকা দরকার। আর এই পাঠ্যপুস্তকের শিক্ষক হবে মনোবিজ্ঞানী।এই পাঠ্যপুস্তকের প্রশ্ন উত্তর হবে দৈনন্দিন জীবন ভিত্তিক।প্রশ্নের ধরন হবে - গত এক সপ্তাহে তোমার সাথে তোমার বাবা মা ও শিক্ষকের ভালো ও খারাপ আচরণগুলো তুলে ধরো। এভাবে প্রশ্ন উত্তর ও সামনাসামনি আলাপ আলোচনার মাধ্যমে শিক্ষার্থীর সাথে বাবা মা ও শিক্ষকদের আচার আচরণের জবাবদিহিতা থাকলে কেউ কারো সাথে খারাপ আচরণ করতে পারবে না। ঘরে বাইরে সবাই সবার সাথে ভালো আচরণ করতে বাধ্য থাকবে। এভাবে ঘরে বাইরে আচরণের জবাবদিহিতা থাকলে প্রতিটি শিক্ষার্থী স্বভাবে প্রকৃত মানুষের মতো বড় হবে এবং পরিবার, সমাজ ও দেশে শান্তি তৈরি করতে পারবে। শুধু শিক্ষার্থী নয়, প্রতিটি মানুষই প্রকৃত মানুষে পরিণত হবে।
নাছরীন আক্তার
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন