In an open letter on Wednesday, 138 NGOs from 31 countries called on the UN Security Council to impose an emergency arms embargo on Myanmar after the military seized power earlier this month.

The letter said the UN Security Council should impose an urgent global arms embargo on Myanmar in response to the military coup and to stop further torture.বিশ্বের ৩১টি দেশের ১৩৭টি এনজিও বুধবার এক খোলা চিঠিতে এ মাসের প্রথমদিকে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পরে মিয়ানমারের বিরুদ্ধে জরুরি অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে।

চিঠিতে বলা হয়, সামরিক অভ্যুত্থানের জবাবে এবং আরো নির্যাতন বন্ধে জান্তাদের ঠেকাতে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদকে মিয়ানমারের বিরুদ্ধে জরুরি বিশ্বব্যাপী অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।’

এতে আরা বলা হয়, ‘চীন, ভারত, ইসরাইল, উত্তর কোরিয়া, ফিলিপাইন, রাশিয়া ও ইউক্রেনসহ যেসব দেশ মিয়ানমারে অস্ত্র সরবরাহ করে অবিলম্বে তাদের অস্ত্র, গোলাবারুদ এবং এ সম্পর্কিত সরঞ্জাম সরবরাহ বন্ধ করতে হবে।’

অস্ত্র সরবরাহকারী দেশগুলোর মধ্যে তিনটি দেশ জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের সদস্য, স্থায়ী সদস্য রাশিয়া ও চীনের ভেটো ক্ষমতা রয়েছে এবং অস্থায়ী সদস্য হিসেবে রয়েছে ভারত।

হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) পরিচালক কেনেথ রোথ লিখেছেন, ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতা, কয়েক দশক ধরে যুদ্ধাপরাধ এবং নির্বাচিত সরকার উৎখাতের জন্য অন্তত জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ মিয়ানমারের ওপর বৈশ্বিক অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।’

চিঠিতে স্বাক্ষরকারীরা বলেছেন, ‘নিরাপত্তা পরিষদের উচিত মিয়ানমারের জান্তা নেতৃত্ব ও সামরিক কর্তৃপক্ষের ওপর বিশ্বব্যাপী ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং তাদের সম্পদ জব্দ করা।’
সূত্র : বাসস

    

"Countries that supply arms to Myanmar, including China, India, Israel, North Korea, the Philippines, Russia and Ukraine, must immediately stop supplying arms, ammunition and related equipment," Ara said.

Three of the arms suppliers are members of the UN Security Council, Russia and China are permanent members, and India is a non-permanent member.


মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ