ভুলে ভরা দিন বাংলাদেশের
কেমার রোচ তাহলে তামিম ইকবালের জন্য সত্যিই দুঃস্বপ্নের অন্য নাম।টেষ্ট,, ওয়ানডে মিলিয়ে এ নিয়ে এগারো বার আউট হয়েছেন রোচের বলে।রোচ তামিমের জন্য দুঃস্বপ্ন নয়তো কী!
আবার এই রোচকেই হয়তো কাল চট্রগ্রাম টেস্টের প্রথম দিন শেষে মনে মনে ধন্যবাদ দিয়ে থাকবেন তামিম।রাউন্ড দ্য উইকেটে এসে ভেতরে ঢোকানো দুর্দান্ত ওই বলটা করেছেন বলেই না নয় রানে ফিরে গিয়েও তামিমের সান্ত্বনা - যাক ভালো একটা বলে দিনের সেরা আউটটাই তো হয়েছেন।অন্যদেরগুলো আবার আউট নাকি।
ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষেকাল শুরু এই চট্রগ্রাম টেষ্টের অনেক পরিচিতি। এক বছর পর বাংলাদেশ দলের টেষ্টে ফেরার উপলক্ষ, সাকিব আল হাসানের প্রত্যাবর্তন টেষ্ট, মুমিনুল হকের অধিনায়কেত্বের নতুন শুরু।কিন্তু সবকিছুর মোড়কে এটা শেষ পর্যন্ত একটা টেষ্ট ম্যাচই, যেখানে জিততে হলে নিতে হবে প্রতিপক্ষের বিশ উইকেট, স্কোরবোর্ডে থাকতে হবে লড়াই করার মতো রান।
ভুল দিয়ে ভরা। কত আগেই পানি দিয়ে দিয়েছি, এখন তো তরকারী হইতেছে।ভুল দিয়ে ভরা দিন বাংলাদেশের।
ঝোল আর একটু কমবে।
পি কের প্রতিষ্ঠান থেকে ঘুষ নিতেন তারা।
অনিয়ম চাপা দিতে ঘুষ নিত বাংলাদশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও পরিদর্শক দল।যুক্ত ছিলেন সাবেক এক ডেপুটি গর্ভনর।
আর্থিক প্রতিষ্ঠানগুলোর অনিয়ম চাপা দিতে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন কর্মকর্তাদের পাঁচ থেকে সাত লাখ টাকা করে দিত রিলায়ে ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিং।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন