সাবরিন
চৌদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। করোনাকালে এইচ এস সির ফল প্র্রকাশ কাল।দেশে করোনা ভ্যাকসিন নিয়ে সুস্থ আছেন সবাই। টিকা নিতে বাড়ছে আগ্রহ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি। এবার অন্যান্য দীর্ঘ সংবাদ।দুদকের তৎপরতায় লোপাট হওয়া বিশ হাজার কোটি টাকা ফেরত পেয়েছে ব্যাংকগুলো।ঋণ জালিয়াতি ও অনিয়ম ঠেকাতে তৎপর হওয়ার পরামর্শ।
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী চৌদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার।আগামী মাসের চার তারিখের মধ্যেই স্কুল কলেজ খোলার প্রস্তুতি নির্দেশ।এর মধ্যেই এলো নতুন এই ঘোষণা।।এদিকে করোনাকালে এইচ এস সি পরীক্ষার ফল ঘোষণা হবে কাল। দেশে কোভিড ঊনিশ টিকা নেওয়ার পর সুস্থ আছেন টিকা গ্রহীতারা। ।টিকা নেওয়ার পরদিন থেকে কাজে যোগ দিয়েছেন তারা।তাদের বার্তা টিকা নিতে ভয় নয় বরং টিকার হাত ধরেই মুক্তি আসবে মহামারী থেকে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও টিকা নিতে আগ্রহ বাড়ছে।
এদিকে মৌসুমের শেষ শৈত্য প্রবাহের শীতের কাপুনিতে উত্তরাঞ্চলসহ দেশের সবকটি জেলায় বিপর্র্যস্ত জনজীবন। কাজ না থাকায় চরম দূর্ভোগে খেটে খাওয়া মানুষ। মৃদু শৈত্য প্রবাহ আরো দু একদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
যে কোনো অপকর্মের বিরুদ্ধে প্রধানমন্ত্রী অত্যন্ত কঠোর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমণ্ডীতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মহিলা বিষয়ক উপকমিটির পরিচিত সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে তিনি আরো বলেন দল করলে দলের শৃংখলা মেনে চলতে হবে। ইচ্ছামতো চলার কোনো সুযোগ নেই।
তৃতীয় ধাপে দেশের চৌষট্রি টি পৌসভায় ভোট গ্রহণ কাল। সংশ্লিষ্ট জেলা ও উপজেলার রির্টানিং কর্মকর্তা কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। এই মুহূর্তে ফেণি শহরের আলিয়া মাদ্রাসা মাঠে আছেন রিপোর্টার আতি ও সজল।
আবারো দেশের করোনা ভ্যাকসিন প্রসংঙ্গ। বরিশালে পৌছেছে করোনা ভাইরাসের ভ্যাকসিন।বেলা বারোটায়বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে ঢাকা থেকে একটি প্রিজার ভেনে করে ভ্যাকসিনগুলো আনা হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশার সিভিল সার্জনে আছেন রিপোর্টার ফেরদৌস সোহাগ।
এদিকে নতুনবৈশিষ্ট্যের করোনার জন্য নতুন একটি ভ্যাকসিন উদভাবন করলো মার্কিন টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভাভ্যাক।যুক্তরাজ্য চালানো ট্রায়ালে এই টিকার ঊননব্বই শতাংস কার্যকারীতা পাওয়া গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে স্বাগত জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন টিকার অনুমোদনে পর্যবেক্ষকরা শীগগীর পযাআলোচনা করবেন।
পর্র্যবেক্ষকদের সবুজ সংকেত পেলে এই বছরের মাঝামাঝি থেকে টিকা প্রয়োগ শুরু করার আশা করছে ব্রটেন। গ্রামীন ঐতিহ্য শহরে পৌছে দিতে চিরা, মুড়ি আর খেজুরের রস এমন ব্যতিক্রমধর্মী আয়োজন ছিল রাজধানীর ডেমরা বাউলিয়া বাজার এলাকায় যেখানে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ ভিড় করেন। ভোরের সূর্য ফুটে উঠার আগেই " রঙ্গেভরা বঙ' সংগঠনের আয়োজনে শুরু করা এই রসের মেলার মূল প্রতিপাদ্যই ছিল ইট পাথরের নগরীতে লোকজ ঐতিহ্য ছুঁয়ে দেওয়া। এ পর্যায়ে দীর্ঘ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন