পড়াশুনা কখন চাপ হয়
পড়াশুনার চাপ কোনটি তা বুঝতে হলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে হবে। কথা বলা ছাড়া কখনোই সিদ্ধান্তগ্রহণকারীদের পক্ষে বুঝা সম্ভব নয় শিক্ষার্থীরা কোন ধরণের পড়াশুনার চাপে ভুগছে।যেমন বলা যায় জানুয়ারী মাস থেকে শিক্ষকদের কাছ থেকে শিক্ষার্থীরা শুনে আসছে যে এবার পরীক্ষা হবে না, এ্যাসা ইনম্যান্ট দেওয়ার চিন্তাভাবনা চলছে।এ্যাসাইনম্যান্টের কথা শুনে শিক্ষার্থীরা ঢিলেঢালাভাবেই লেখাপড়া করে যাচ্ছে। অথচ হঠাৎ করে শিক্ষকদের থেকে ঘোষণা আসলো, চৌদ্দ দিন পরে তোমাদের mcq পরীক্ষা হবে যতটুকু অনলাইন ক্লাসে পড়ানো হয়েছে ততটুকুর উপর। এ কথা শুনার পর যেনো শিক্ষার্থীদের মাথায় বাজ পড়ার মতো অবস্থা।
এখন কোন স্যার ক্লাসে কতটুকু পড়িয়েছে সেটি নিয়েই যেনো স্যার ও শিক্ষার্থীদের মাঝে জল্পনা কল্পনা চলছে।একটি ক্লাসে কয়েকটি সেকশন থাকে। যে সেকশনে বেশি পড়ানো হয়েছে সেটাই নাকি সিলেবাস হবে। বেশি পরিমাণে কোন শিক্ষকেরা পড়ায় সেটাই এখন দেখার বিষয়। শিক্ষার্থীরা বলছে, যে সমস্ত শিক্ষকেরা ক্লাসে রিডিং পড়িয়ে, না বুঝিয়ে ক্লাস শেষ করে তারাই বেশি পড়িয়েছে। আর যে সমস্ত শিক্ষকেরা ক্লাসে ভালো করে বুঝিয়ে পড়াচ্ছে তারা কিন্তু বেশি পড়ায় নি। এখন যে সমস্ত শিক্ষকেরা বেশি পড়িয়েছে তাদের পড়াটাকে যদি পরীক্ষার সিলেবাস হিসেবে ধরিয়ে দেয়া হয় তবে সেটা শিক্ষার্থীদের জন্য ভীষণ চাপ হবে।
এমনিতেই সময় কম। অল্প সময় হাতে রেখে পরীক্ষার ঘোষণা দেওয়া হয়েছে। তার উপর যদি শিক্ষকদের নামমাত্র পড়াটাকে সিলেবাস হিসেবে ধরিয়ে দেওয়া হয় শিক্ষার্থীরা কি এই চাপ নিতে পারবে? এই ধরণের চাপে শিক্ষার্থীরা কি করে তখন? পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য খাওয়া, ঘুম বাথরুমের কাজ ছাড়া সারাদিন বই নিয়ে চেয়ার টেবিলে বসে থাকে। এটা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর ভীষণ চাপ সৃষ্টি করে।
শিক্ষার্থীদের সমস্যা কেউ বুঝতে চায় না। শিক্ষার্থীরা যদি বলে, 'স্যার, সিলেবাস কমিয়ে দেন। এত অল্প সময়ে সিলেবাস শেষ করা সম্ভব নয়।' তখন শিক্ষকেরা বলে, 'অন্য সেকশনে তো সিলেবাস শেষ করা হয়েছে, ' কিভাবে আমি সিলেবাস কমাই।'
আসলে শিক্ষার্থীদের পড়াশুনার চাপজনিত সমস্যা দূর করার জন্য কর্তৃপক্ষের উচিত ফাঁকিবাজ শিক্ষকদের ছাঁটাই করা। শিক্ষার্থীরা তো অসহায়। ওরা তো কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করতে শিখে নি। ওরা তো শুধু পড়াশুনার চাপ বহন করার মতো কষ্ট করতে শিখেছে।
নাছরীন আক্তার
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন