করোনাকালীন পড়াশুনা সিদ্ধান্তনিয়ে ঠিক বেঠিক

  স্কুল ছুটি বাড়ানোর জন‍্য অনেকে  বলে স্কুল শিক্ষকদের বেতন বন্ধ করে দেওয়া হোক।  এর ফলে শিক্ষকদের চেয়ে অনেক  বেশি ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরা। কারণ বেতন না দিলে  শিক্ষকেরা অনলাইনে ক্লাস ও নিবে না, পরীক্ষাও নিবে না। ক্ষতিটা কার হবে?  অনলাইন পরীক্ষা শিক্ষার্থীদের জন‍্য খুবই উপকারী স্কুলের পরীক্ষার মতোই।  শিক্ষার্থীরা পড়াশুনা করেই অনলাইন পরীক্ষা দেয়।  তবে সারা দেশের শিক্ষার্থীদের  জন‍্য যদি  mcq ভিত্তিক অনলাইন পরীক্ষা চালু করা হয়  তবে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করার মতোই শিক্ষার্থীদের পড়াশুনা  কার্যকরীভাবে এগিয়ে যাবে।  তবে গত বছরের শেষ দিকে  পরীক্ষার পরিবর্তে এ‍্যাসাইনম‍্যান্ট দেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন‍্য খুবই ক্ষতিকর ছিল। এ‍্যাসাইনম‍্যান্ট থেকে শিক্ষার্থীরা কিছুই শিখে নি। লেখাপড়া করার জন‍্য পরীক্ষার  বিকল্প কিছুই হতে পারে না। অনলাইন পরীক্ষা দেওয়ার জন‍্য শিক্ষার্থীরা স্কুল পরীক্ষার মতোই পড়াশুনা করে। কারণ পরীক্ষার ফলাফল দেওয়া হয়।  ফলাফলে ভালো নম্বর পাওয়ার জন‍্য  শিক্ষার্থীদের মধ‍্যে প্রতিযোগীতা  কাজ করে।   যেখানে প্রতিযোগীতা থাকে সেখানে  ভালো করে পড়াশুনা করার ইচ্ছা থাকে।

নাছরীন আক্তার

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ