Divine love is Allah Himself

 সুরা যুমার 8 ও 9 নাম্বার আয়াতে চরিত্র গঠনের কথা বলা হয়েছে। চরিত্রবানের সাহচার্য ছাড়া চরিত্র গঠন না হলে মানুষের মধ‍্যে পশুত্বের গুণাগুণ পরিলক্ষিত হয়।  তোমাদের রুজি  হালাল নয়, তাই তোমাদের জীবনও হালাল নয়। যদি হারাম খাও শরীরে হারাম রক্ত হবে এবং সন্তানও বেয়াদব হবে।তোমাদের ছেলেমেয়েদের কেন অযথা দোষারোপ করো? তোমাদের নিজের জীবনই তো ঠিক নেই। If you come to perform people showing prayers,তবে সেটা হবে রিয়াকারী।তোমাদের সব কাজই হবে আল্লাহর জন‍্য।হে আল্লাহ আমার নামাজ, আমার জীবন, আমার মরণ সবই তোমার জন‍্য। O Allah,my prayers, my life, my death are all for You.

রাসূলের মহব্বত ও তাঁর অনুকরণ হচ্ছে এবাদত।যদি কেউ মুহব্বতের সঙ্গে a little part of food স্ত্রীর মুখে তুলে দেয় তাহলে সে স্বামীর সত্তর দিনের গুনাহ মাফ করে  দেবেন আল্লাহ।যদি রাসূলের সুন্নত মোতাবেক কেউ হাঁটবার চেষ্টা করে তবে সেটা হবে এবাদত। If we accept this order to please Allah, সেটা হবে এবাদত।রাসূলের কোনো কাজ, কথাই  আল্লাহর  হুকুম ছাড়া হতো না তাই তাকে অনুসরণ করলে সেটা হবে এবাদত। রাসূলের সুন্নত মোতাবেক  ঘুমাতে গেলে সেটা হবে এবাদত।Holy Hujur (sm) ঘুমাবার আগে একশ বার আসতাগফার ( I ask forgiveness) পড়তেন। এটাও যদি অনুকরণ করো, তবে সেটাও হবে এবাদত। Hujur বসে পায়জামা পড়তেন। স্ত্রীর সঙ্গে সহবাসের আগে ওজু করে যেতেন। 

পৃথিবীর  তাবৎ স্বাদ, তাবৎ মজা হচ্ছে আল্লাহ্  স্বয়ং।হজরত হানজালা যাকে হযরত হামজার পাশে দাফন করা হয়েছে, তিনি ছিলেন ঐশী প্রেমে মত্ত।বিয়ের পর তিনি স্ত্রীর কাছে যেতে কুণ্ঠাবোধ করলেন। আল্লাহ্  সঙ্গে আছেন প্রতি পলে, সুতরাং স্ত্রীর সঙ্গে জায়েজ মুলাকাত কীভাবে করবো? একদিন তিনি রাসূল করিমকে  (স:) স্বপ্নে দেখলেন। হুজুর তাগিদ করছেন স্ত্রীর সঙ্গে মিলিত হতে।হযরত হানজালা স্ত্রীকে সে কথা জানালেন। দুজনেই দুই রাকাত নামাজ পড়লেন। হযরত হানজালা মুনাজাত করলেন - হে আল্লাহ্  তুমি এ কাজের সময় আমার সঙ্গে থেকো না। স্ত্রীর সঙ্গে সহবাস হলো, কিন্তু কোনো স্বাদ পেলেন না। The next day, when they are going to have intercourse again,   at that time a  voice of the unseen is  - Hanjala, the taste of Rati is Me, that is why you did not taste it  yesterday.

Translated and collected from the discourse of Hazrat Syed Rashid Ahmed Jaunpuri.

Nasrin Akhter

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ