মানুষ কেন বিপদে পড়ে

   সহজ কথা  মেনে নেওয়া খুব কঠিন। সহজ কথা অপ্রিয় কিন্তু সত‍্য। অনেক সত‍্য এমন যা প্রমান করা কঠিন।  সত‍্য  নিজেই নিজের  প্রমাণ।কাছের জিনিসকে দেখা যায় না। কাছের জিনিসকে মানতে পারা যায় না,দেখলেও কেউ মানতে পারে না, তুমি তো তুমি না। আমি  তো আমি না। নিজের উপার্জনকে মানুষ  বুঝতে পারলো। But he did not recognise theOne Who helped him. মানুষ অমঙ্গলের শিকার হয় কেন? যে অমঙ্গলের শিকার হয়  - দেখা যাবে সে সহজ জিনিসকে মানতে পারে নি।

 যাকে ভদ্রতা বলে জানি তাকে মানুষ দূর্বলতা মনে করে। মানুষ হয়ে জন্ম নিলেই কি মানুষ মানুষ হয়?

মানুষের  সঙ্গে সুন্দর ব‍্যবহার করো। দাড়ি, টুপি, লেবাস পরলেই মানুষ মুসলমান হয় না। যারা অহঙ্কারী তারা শয়তানের উম্মত। শয়তানের উম্মতের সঙ্গেমুহম্মদের(স:) উম্মতের কোনো সম্পর্ক থাকতে পারে না। যারা উচ্চ:স্বরে, কর্কশ স্বরে কথা  বলে তারা গর্দভের মতো। 

মানুষের  সঙ্গে কথা বলার সময় রাগ হলেও  অশোভন কথা বলো না। রাগ হলে পানি খাবে, মাটির  দিকে তাকিয়ে থাকবে, না হয় মাটিতে  শুয়ে পড়বে। Anger is the step of Ammara in Nafse. ।Anger is the sign of Satan. তাকেই  প্রথম রাগ দেওয়া হয়েছিল। হার্ট থাকলেই ক্বালব থাকবে এমন কোনো কথা নেই। আদমকে ক্বালব দেওয়া হয়েছিল। শয়তানকে দেওয়া  হয়েছিল নাফসে আম্মারা। 

 Translated and collected from the discourse of Syed  Rashid Ahmed Jaunpuri.

Nasrin Akhter

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ