কোনটা ভালো রাগ, ভালো লোভ

 মানুষ যে আল্লাহর গোলাম বলে  দাবি করে এটা সত‍্য নয় -   it is true  to be a slave but  the claim is not true. পঞ্চ প্রবৃত্তির  গোলাম মানুষ।ইচ্ছা, কামনা, বাসনা, লোভ ও ক্রোধের গোলামি  করে মানুষ। আরবিতে এগুলোকে হাওয়ালে খামসা বলে। পঞ্চ প্রবৃত্তি দমনের সাধনা সব ধর্মেই আছে। 

ইচ্ছাকে আল্লাহর দাস করে দিতে হবে। । নিজের মধ‍্যে আল্লাহর  ইচ্ছা বিরাজ করে ওলিদের মধ‍্যে - তখন ইচ্ছার ধ্বংসাত্বক দিক থাকে না।ইচ্ছা তখন রহমত হয়ে যায়।

তেমনিভাবে কামনা-বাসনা হয় রহমত - যদি কেউ নিজ স্ত্রীর সঙ্গে মিলিত হয় পূর্ণ সম্মতিসহ।একইভাবে লোভ যত অনর্থের কারণ, কিন্তু লোভ যদি হয় আল্লাহর জন‍্য,  তাঁর হাবিবের  গোলামির জন‍্য, তখন তা হয়ে যায় রহমত। রাগ মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু রাগ যদি হয়  আল্লাহর  জন‍্য - তবে তা হয় রহমত।

পঞ্চ প্রবৃত্তি যেমন মানুষকে দোযখে নিতে পারে, তেমনি আবার নিতে পারে জান্নাতে - যদি নিয়ত নেক হয় এবং সেটা যদি হয় আল্লাহ ও তাঁর হাবিবের  জন‍্য। এবাদতের কোনো প্রতিদান নেই। কালেমা, নামাজ, হজ, রোজা, যাকতের জন‍্য কোনো পুরস্কারের লালচ করো না।  You will desire the presence of owner in heaven.

আল্লাহ্  নিজেই বলেন - রোজা আমার জন‍্য, আমি নিজে রোজাদারের জন‍্য। যে সবর করে আমি তার সঙ্গে আছি। পঞ্চ প্রবৃত্তির দমন কিন্তু  ফরজ এবাদতের মাধ‍্যমে হয় না। তোমার কাজ হচ্ছে ফরজিয়াত আদায় করা। The obligatory worship can never suppress the five instincts. 

Translated and collected from the discourse of Hazrat Syed Rashid Ahmed Jaunpuri.

Nasrin Akhter

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ