কিভাবে ভিতরের আলো জ্বলবে

 আল্লাহ যা কিছু দিয়েছেন তার সবই দিয়েছেন হুুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মাধ‍্যমে। আল্লাহ সুরা আনআম এর  সত্তর নাম্বার  আয়াতে বলেছেন-   ' হে রাসুল, আপনি ঐ সমস্ত লোকের  সঙ্গে থাকবেন না-  যারা ধর্মকে  ঠাট্রা তিমাশার বিষয় মনে করে। তাদেরকে আপনি কোরআন থেকে নসিহত করতে থাকুন, যাতে তারা নিজ কর্মদোষে ধ্বংস না হয়।'

আল্লাহ এখানে যাদের কথা বলেছেন তারা হচ্ছে ঐ সমস্ত জ্ঞানপাপী যারা বিদ‍্যা ও বুদ্ধির অহংকারে কুরআনকে ঠাট্রার বিষয়  মনে করে। কিন্তু এ কথা মনে রাখতে হবে যে -  বুদ্ধি এবং  learning দুইয়ের সীমাবদ্ধতা আছে।একটা টর্চের মুখ যদি কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় তাহলে তার বাইরে আলো আসতে পারবে না। টর্চ জ্বলবে ঠিকই কিন্তু আলো বিকিরণ হবে না।  তোমরাও তেমনি বুদ্ধির আবরণ দিয়ে তোমাদের ভিতরের আলোকে ঢেকে দিয়েছো। বুদ্ধি  দিয়ে learning  অর্জন সম্ভব কিন্তু জ্ঞন অর্জন হয় না। জ্ঞান একটা আলো-  সত্তা থেকে, চিন্তা থেকে নয়।   The light of learning  is a knowledge, the source of which is the environment.  Environment is also a knowledge.  । পরিবেশ সুস্থ হলে  learning  সুস্থ হবে, চিন্তাও সুস্থ হবে। 

আমাদের সমাজে একদল বুদ্ধিজীবী  ধর্ম ছাড়া পৃথিবীর  all learnings  সম্পর্কে  বিশেষ জ্ঞানলাভের চেষ্টা করেন।তাদের এই বিদ‍্যা এক ধরণের অহঙ্কার যা কালো কাপড় দিয়ে তাদের অন্তরকে ঢেকে দেয়। তারা মুক্তচিন্তার কথা বলেন কিন্তু আসলে তাদের চিন্তা নিজেদের তৈরি অহঙ্কারের কারাগারে বন্দী।

 যারা দুনিয়া ও আখেরাতের সমস্ত বন্ধন ছিন্ন করে  কেবল আল্লাহর নৈকট‍্য কামনা করেন তাদের সঙ্গ লাভ করলে ধীরে ধীরে অন্তরে আলো জ্বলে উঠবে, একটি মোমবাতির আগুন যেমন  করে অন‍্য একটি মোমবাতিকে জ্বেলে দেয়। 

Translated and collected from the discourse of Hazrat Syed Rashid Ahmed Jaunpuri

Nasrin Akhter

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ