কোথায় আমাদের ভুল
আমাদের জীবনধারার পদ্ধতি নির্ভর করে সাধনার উপর। যে জীবন উত্তম সে জীবনের জন্য চারটি জিনিসের প্রয়োজন।
আমাদের বর্তমান যে জীবন তা অত্যন্ত কোলাহলময়, দূর্যোগপৃর্ণ।বুজুর্গ শব্দটি ফার্সি ভাষার। এর অর্থ প্রবীণ, পবিত্র, সাধক, মুরব্বি ইত্যাদি।
মানুষ জন্মগতভাবে বুজুর্গ; নিজের অজান্তেই সে পবিত্র, সম্মানিত। নিজের অজান্তেই মানুষ বুজুর্গ, মাসুম, আল্লাহওয়ালা। অংকের শিক্ষক যেমন ফর্মূলা বলে দিলে বাকি অংক হয়ে যায়, তেমনি মানুষের বেলাতেও যে জীবন পদ্ধতির কথা বলা হয়েছে তা জানা থাকলে জীবন সহজ-সুন্দর হয়। সে পদ্ধতি মানুষ মানছে না বলেই তার জীবন এমন জটিল হয়েছে। অংক এক জায়গায় ভুল হলে সবটা অংকই ভুল হয়ে যায়। তোমাদের জীবনের অংক ও মিলছে না একই কারণে।
তোমরা নিজেদের অন্যান্য নবীদের উম্মতের মতো মনে করছো। ব্যাপারটা ভুল হচ্ছে সেখানেই। আমাদের নবী করিমের (সঃ ) জীবনের সঙ্গে অন্য কোনো নবীর জীবনের মিল নেই।তার জীবনের সঙ্গে যদি কারো জীবনের মিল থাকে তবে সে আল্লাহর সঙ্গে, আল্লাহর মহান সিফাতের সঙ্গে।
ওপরের আয়াতে বলা হচ্ছে, " মানুষ একটা ধৈর্যহারা জীব;মানুষকে যখন বিপদ দেই তখন তা সে আল্লাহর কাছ থেকে এসেছে মনে না করে অধৈর্য হয়ে যায়।"
বিপদে দিশেহারা মানুষ ভুলে যায় যে তার না আছে ভালো করার ক্ষমতা, না মন্দ করার। চারটি জিনিস মানুষের জীবটের মুল ভিত্তি।সবর, শোকর তাহাম্মুল ও ইশতেকলিল। মানুষকে এ চারটি জিনিস ফেরেশতার গুণে গুণান্বিত করে। যখন জীবনে পথ হারাও তখন ছুটোছুটি করবে না।তাহলে জীবনে সীমা লংঘন করবে। দিশহারা হলে জীবনে কোন হিসাবই মিলবে না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন