কষ্ট করে আমরা যেমন রোজগার করি সেভাবে কষ্ট করে চরিত্র ও অর্জন করতে হবে। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে যেমন দুনিয়া দেন, যাকে পছন্দ করেন না - তাকেও তেমন দুনিয়া দেন। কিন্তু দ্বীনের পথ সবাইকে দেন না। সত্য সবাইকে দেন না। তাকে দেন - যার মধ্যে ভালবাসা আছে। এ ভালবাসা চেষ্টা করে অর্জন করতে হবে।এ ভালবাসার জন্য তোমাকে কিছু দিতে হবে।
তারা ভলোবাসতে পারতেন তাই আল্লাহ তাদের ভালোবেসেছিলেন। আল্লাহ ধর্মকে পরিচালনা করার দায়িত্ব দেন তাদের উপর- যারা তাকে ভালোবাসেন।
আল্লাহর কসম ততদিন মুসলমান হতে পারবে না, যতদিন দিল ও জবান মুসলমান না হবে। আর ততদিন মুমিন হতে পারবে না যতদিন পর্যন্ত নিজের পড়শিকে ভালোবাসতে পারবে না। তাদের উপর অত্যাচার ও জুলুম করা থেকে বিরত থাকবে।
কিভাবে ভালোবাসা অর্জন করতে হয়?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন