মানবতার বিকাশের নাম ধর্ম। ধর্ম বলতে শুধু ইসলাম নয়-এ অর্থে হিন্দু খ্রিস্টান ইত‍্যাদি ও ধর্ম।

মানুষের মাঝে  পশুত্ব বিরাজ করে। তখন তার মধ‍্যে ভদ্রতা, বুদ্ধি  কিছুই থাকে  না। ধর্ম না থাকলে ভদ্রতা থাকে না,ভদ্রতা না থাকলে বুদ্ধি থাকে না,বুদ্ধি  না থাকলে পশুত্ব প্রবল হয়।আর তখন শান্তি থাকে না। এ জন‍্য নামাজ পড়েও এ রকম মুসলমান   থাকতে পারে যার মধ‍্যে ধর্ম নেই। তখন  সব লোপ পায়। ইসলাম  হিন্দুত্ব  কিছুই থাকে না।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ