কিন্তু দিশেহারা হয় না একমাত্র যারা মুসাল্লিন, তারা। কারণ তাদের জীবনে তারা দায়েমি সালাত কায়েম রাখেন। দায়েমি সালাত হচ্ছে সে নামাজ যে নামাজে সেজদা হয় না। কিন্তু মন তার স্মরণে বিগলিত হয় প্রতি পলে। আর এদের সম্পর্কেই আল্লাহ  বলেন- আমি তাদের স্মরণ করি কারণ তারা আমাকে স্মরণ করে।

সবর ও শোকর হচ্ছে ফরজ। প্রতি পলে তাকে স্মরণ করাই শোকর করা। কিন্তু প্রতিটি নিঃশ্বাসে যিনি জড়িয়ে আছেন তার শোকর করার সাধ‍্য কি আমাদের  আছে?সবর হচ্ছে দিশেহারা না হয়ে ধৈয‍্যধারণ



মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ