মনে রেখো, আল্লাহ্কে খুজে পাওয়া তোমাদের মৌলিক অধিকার। ধরা-দেখা যায় এমন কিছু খুজে পাওয়া কঠিন নয়। কিন্তু যিনি অদৃশ্য তাকে খুজে পাওয়া দুরূহ। আল্লাহ তাই বলেছেন মানুষ যাতে আমার পরিচয় পেতে পারে সে জন্যই আমি মানুষ ও জ্বিনকে সৃষ্টি করেছি। এই পরিচয় পাওয়া সম্ভব কেবল এবাদতের মাধ্যমে। কুরআন একটি দড়ির মতো যার একপ্রান্ত রয়েছে আল্লাহর হাতে, অন্য প্রাান্ত রয়েছে বান্দার হাতে।আল্লাহ মানুষকে যে জীবন দান করেছেন মানুষ সে জীবনের ঋণ শোধ করতে পারবে না।তাই আকবর এলাহবাদী বলেন;
জীবন তো তারই দান- সত্য কথাটা আসলে এই যে জীবনের সেই ঋণ আদায় হলো না।
সুতরাং ইসলামকে পরিপূর্ণভাবে জানার জন্য জানের মায়া করবে না। যারা আল্লাহর বন্ধু তারা না ভয়ে ভীত হয় না কোনো দুঃখ তাদের স্পর্শ করতে পারে। মনে রখো পথভ্রষ্ট হওয়ার অনেক সহজ পথ রয়েছে। খবরদার! ফিরনি মনে করে ময়লার দিকে হাত বাড়াবে না।বলা হয়েছে সালাত কায়েম করো। সালাত মানে নামাজ নয়- সাালাত মানে সাধনা। সাধনা কায়েম রাখবে। মুসলমানের জন্মই হয় সাধনা নিয়ে। যারা গায়েবে খোদাকে মানে না তারাই আল্লাহর ওলি।
ঃ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন