বিশেষ সময়ে ভিন্ন রকম ফল

করোনা পরিস্থিতির কারণে অনেকটাই এলোমেলো  গোটা শিক্ষা  কার্যযক্রম। মুক্তিযুদ্ধের পর এত দীর্ঘ সময়  ধরে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস- পরীক্ষা না হওয়ার রেকর্ড নেই।গত দশ মাসে  বাতিল হয়েছে একের পর এক পরীক্ষা। 2020 সালের এইচ এসসি পরীক্ষা তারই একটি। বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা  ছাড়াই পরীক্ষার্থীদের যে মূ‍ল‍্যায়ণ হয়েছে, তাতে ফলও হয়েছে ব‍্যতিক্র ম।

প্রথমত এবার এইচ এসসিতে  সকল পরীক্ষার্থীই পাস করেছেন। দ্বিতীয়ত ফলের সর্বোচ্চ সূচক জিপিএ- 5 যতজন পেয়েছেন, তা আগে কখনো পান নি। এমন ফলে স্বাভাবিকভাবেই পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা বেশ খুশি।

 আসনের  চেয়ে উত্তীর্ণ বেশি

 ভর্তি পরীক্ষার তারিখ ঠিক করার জন‍্য বিশ্ববিদ‍্যালয়গুলো অপেক্ষায় ছিল, কবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে। গতকাল শনিবার পরীক্ষার ফল ঘোষণার পর এখন বিশ্ববিদ‍্যালয়গুলো পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করতে যাচ্ছে। ইতিমধ‍্যে  কোন পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে, সে বিষয়ে প্রাথমিক কিছু সিদ্ধান্তও নিয়ে রেখেছে।

তবে ভর্তি পরীক্ষা নিয়ে তাড়াহুড়া চান না উপাচার্যদের কেউ কেউ। কারণ হিসেবে তারা বলছেন, বিশ্ববিদ্যালয়ে  গত শিক্ষাবর্ষে  যারা ভর্তি হয়েছিলেন, তাদের শ্রেণীকক্ষে ক্লাস হয় নি বললেই চলে। তাদের পরীক্ষাও হয় নি। এ অবস্থায় তাড়াহুড়ো করে নতুন করে প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা সমীচীন করা ঠিক হবে না।

অবশ‍্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রস্তুতি যেমনই হোক উচ্চশিক্ষায় আসনের চেয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থী বেশি। এ কারণে উত্তীর্ণ শিক্ষার্থীদের  সবাই উচ্চশিক্ষায়    ভর্তি হতে পারবে কিনা তা নিয়ে  দুশ্চিন্তা রয়েছে।

 দিল্লিতে অমিত শাহর সঙ্গে বৈঠকতৃণমূলের সাবেক নেতাদের।

 দিল্লিতে গিয়ে ভারতীয় জনতা  পার্টিতে( বিজেপি) যোগদানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক  করলেন   তৃণমুল কংগ্রেসের  কয়েকজন সাবেক  নেতা- কর্মী। গতকাল শনিবার সন্ধ‍্যায়  বৈঠকটি হয় অমিত শাহের বাড়িতে।যদিওঅমিত শাহের উপস্থিতিতে কলকাতাসংলগ্ন হাওড়া জেলাতেই  তাদের যোগদান করার কথা ছিল। কিন্তু শুক্রবার দিল্লিতে ইস

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ