জীবন তখন থেকেই আরম্ভ হলো। বয়স গণনা সেদিন থেকেই। তোমাদের আসল রূপ হচ্ছ্বে ব্যাঙাচির মতো। কিন্তু আল্লারর রহমতে সুন্দর রূপ ধারন করেছো। আল্লাহর সিফাতি রূপকে দেখা যায়। প্রতিটি মানুষই আল্লাহর সিফাতি রূপ। জমিন, তাহতা, সালাহ, গ্রহ সৃষ্টি বিচ্ছিন্ন হয়েছে নক্ষত্র থেকে। কিন্তু আকর্ষণ শক্তি এদের ধরে রেখেছে।। ঠিক মানুষ ছুটে এসেছে যেখান থেকে সেখানেই সে ফিরে রাবে। ফিরে যাওয়ার নাম মৃত্যু। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন