তোমরা হচ্ছো নিভানো প্রদীপ। সামান্য আগুনের স্পর্শ পেলেই তোমরা জ্বলে উঠবে। কোনো ওলি নিজের মুখ দিয়ে কথা বলেন না- আল্লাহই তার মুখ দিয়ে কথা বলেন। সালাত হচ্ছে লুকিয়ে রাখা গুপ্ত জিনিস। সালাত কায়েম করো। অর্থাৎ সাধনায় মশগুল হয়ে যাও। যে জীবন আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত সে জীবনের সব কাজই সাধনা। হুজুর পাকের (সঃ ) সমস্ত জীবনই যেমন ছিল সাধনা। হুুজুর (সঃ ) চেয়েছিলেন তার উম্মত যেন তার জীবনের নমুনা হয়ে যায়।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন