বাংলাদেশের প্রতিটি স্কুল হবে সেরা স্কুল
সেরা স্কুলের পেছনে হয়রানিমূলক দৌড়াদৌড়ি, ছোটাছুটি আর কতদিন চলবে? এসব যতদিন চলবে ততদিন শিক্ষার সার্বিক মান কখনো উন্নত হবে না। একটি কার্যকরী নিয়ম স্কুলের শিক্ষার জন্য আবিষ্কার করতে হবে। যেমন - ক্লাস ওয়ানের যোগ্য ছাত্রছাত্রী কারা?
এটার উত্তর সবার কাছে একটি কার্যকরী নিয়মের মত প্রযোজ্য হবে। সেটা হচ্ছে - যারা ইংরেজি ও বাংলা অনর্গল রিডিং পড়তে পারবে ও লিখতে পারবে তারাই হবে ক্লাস ওয়ানে পড়ার যোগ্য ছাত্রছাত্রী।
সরকারিভাবে পড়াশোনার কোনো চিরন্তন উন্নত নিয়ম সব স্কুলের কাছে গ্রহণযোগ্য হলে বাংলাদেশের প্রতিটি স্কুলই হবে সেরা স্কুল। এমন দিন আসবে যখন স্কুলে ভর্তি নিয়ে প্রতিযোগিতা থাকবে না।
স্কুলের পড়াশোনায় ইংরেজি বিষয়ের প্রশ্নমান ও সিলেবাস নিয়ে মানগত ত্রুটি রয়েছে। ইংরেজি বিষয়ের চিরন্তন সংশোধিত ব্যবস্থা গ্রহণ করতে পারলে শিক্ষার মান বাড়বে।আর একটি ত্রুটি হচ্ছে - শ্রেণিকক্ষে পড়াশোনার ত্রুটি।
শ্রেণিকক্ষের ত্রুটি দূর করার জন্য অর্থাৎ ক্লাসকে কার্যকরী করার জন্য প্রতিটি ক্লাসের জন্য একজন করে পরিদর্শক থাকা দরকার। এ পরিদর্শকের কাজ হবে সপ্তাহে ছয়দিন ক্লাস যাচাই করা ও ছাত্রছাত্রীরা ঠিকমতো পড়া complete করতে পারে কিনা এর খোজখবর নেয়া।
এ সমস্ত ত্রুটি একমাত্র সরকার দূর করতে পারবে। এ সমস্ত ত্রুটি দূর করতে সরকার সঠিক পদক্ষেপ গ্রহণ করলে প্রতিটি স্কুল একদিন সেরা স্কুলে পরিণত হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন