মন খারাপ কেন? কি  হয়েছে? এই শীতে সব জানালা খোলাা রাখো কেনো? একটু খোলা রাখলেই হয়। একবার না পারিলে দেখো শতবার। তেমার কি তরকারি  লাাগবে আরো ভাত খাওয়ার জন‍্য?  সে কি রাস্তায় ঠিকমতো   সাইকেল চালিয়ে বাসায় আসতে পেরেছে? হ‍্যা, ঠিকমতোই এসেছে। রিক্সার পিছনে পিছনে  সাইকেল চালিয়ে এসেছে সে।  সে সাইকেল  চালিয়ে তার বাসায় যাবে। সে অনেকক্ষণ সাইকেল চালিয়েছে। নানু কিছুক্ষণ পর পর জাগে আর আমাদেরকে ঘুমাতে বলে। অনেক মজা হয়েছে।পূর্বের তরকারি দিয়ে খেয়েছি। খাওয়া কি শেষ হয়েছে? তোর চেহারাটা এতো মলিন কেনো?আমি সব রেডি করে দেওয়ার পর তুমি আরামে রান্না করবে।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ