কখন থেকে মানুষের বয়স গণনা শুরু
যে কোনো জিনিষের শেষ থাকলে আরম্ভ থাকবেই। মায়ের
গর্ভে পুরুষ শিশুর 5 ও ছেলে শিশুর সাড়ে 5 মাসে প্রাণের স্পন্দন জাগে। জীবনের শুরু সেখানেই। যেদিন থেকে মায়ের দেহে দুধ আসে সেদিন থেকে ভ্রণ খাদ্য পেতে শুরু করে। রূহ একটি রহস্য। ইমাম গাজ্জালি বলেছেন,
তোমার বুকের স্পন্দন হচ্ছে একটি শক্তি। শক্তি যখন চোখকে স্পর্শ করে তখন
তাকে বলি
দৃষ্টিশক্তি
ইত্যাদি। বোঝার জন্য সাধনার প্রয়োজন। এ জন্য যারা সাধনা করে না তারা বুঝতে পারে না। ভ্রণে কীভাবে স্পন্দন এলো তা মা বাবা কেহই জানে না। জীবন তখন থেকেই
আরম্ভ হলো। বয়স গণনা সেদিন থেকেই।
তোমাদের আসল রূপ হচ্ছে ব্যাঙাচির মতো। কিন্তু আল্লাহর রহমতে সুন্দর রূপ ধারণ করেছো। আল্লাহর সিফাতি রূপকে দেখা যায়। প্রতিটি মানুষই আল্লাহর সিফাতি রূপ। জমিন, তাহতা,
সালাহ, গ্রহ বিচ্ছিন্ন হয়েছে নক্ষত্র থেকে। কিন্তু আকর্ষণ শক্তি এদের ধরে রেখেছে। ঠিক মানুষ ছুটে
এসেছে যেখান থেকে সেখানেই সে ফিরে যাবে। ফিরে যাবার নামই মৃত্যু। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ
করতে হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন